কম্বোডিয়ায় বিস্ফোরণে ২০ সেনা নিহত
- আপডেট সময় : ০১:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ৩৯৮ বার পড়া হয়েছে
কম্বোডিয়ায় গোলাবারুদ বিস্ফোরণে ২০ সেনা নিহত হয়েছে। দেশটির একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে। অবশ্য এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কাম্পং স্পেউ প্রদেশে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুরে দিকে এ বিস্ফোরণ ঘটে।
দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বলেছেন, তিনি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রী নিহত সৈন্যদের পরিবার ও আহত সৈন্যদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন।
নিহতদের পরিবার ২০ হাজার মার্কিন ডলার করে পাবে, আর আহত সৈন্যরা পাবে ৫ হাজার মার্কিন ডলার করে। তিনি বলেন, আমি সৈন্যদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে চাই, এবং সৈন্য ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
কম্বোডিয়ার সেনাবাহিনী বলেছে, গোলাবারুদের একটি গুদামে বিস্ফোরণের এই ঘটনায় অস্ত্র বোঝাই একটি ট্রাকও ধ্বংস হয়ে গেছে। একটি অফিস বিল্ডিং এবং আশপাশের ব্যারাক ধ্বংস হয়েছে। এছাড়া আশপাশের ২৫টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবশ্য বিস্ফোরণের কারণ কী সে বিষয়ে বিস্তরিত কিছু জানানো হয়নি।