ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী
- আপডেট সময় : ১১:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ৩৯৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের বামপন্থী দল গ্রিন পার্টির নেতা ও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৭ এপ্রিল) সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়। জিল স্টেইনের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানা গেছে।
রোববার (২৮ এপ্রিল) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী জিল স্টেইনসহ ওয়াশিংটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংঘটিত বিক্ষোভ থেকে অন্তত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জিল স্টেইনের প্রচারণা ম্যানেজার জেসন কল এবং সহপ্রচারণা ম্যানেজার ক্যালি মেরিল-কাইকেও রয়েছেন।
গ্রেপ্তারের আগে শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে জিল স্টেইন বলেছিলেন, আমরা এখানে ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি আমাদের সাংবিধানিক অধিকারের জন্য, দাঁড়িয়েছি আমেরিকার মানুষের জন্য যাঁরা চান—এই গণহত্যা এখনই বন্ধ হোক।
জিলের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, গ্রেপ্তার শুরু করার আগে জিল এবং শিক্ষার্থীরা পুলিশকে শান্ত করার চেষ্টা করেছিলেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও চিকিৎসক জিল স্টেইন ২০১২ এবং ২০১৬ সালে গ্রিন পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। গত নভেম্বরে তিনি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গত, ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভে গাজায় যুদ্ধ বন্ধের দাবি ছাড়াও বোয়িং কোম্পানির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানানো হয়েছিল।