ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা ঘটানো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ৩৯৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, যুবলীগ, ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনা সরকার। এ সময় পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ক্ষমতা আঁকড়ে রাখতে বেনজীর আহমেদ, আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন। বেনজীরের মতো অবস্থা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানেরও হতে পারে বলে হুঁশিয়ার করেন বিএনপির এ শীর্ষ নেতা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

‘পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা ঘটানো হয়েছে’

আপডেট সময় : ০৫:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, যুবলীগ, ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনা সরকার। এ সময় পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ক্ষমতা আঁকড়ে রাখতে বেনজীর আহমেদ, আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন। বেনজীরের মতো অবস্থা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানেরও হতে পারে বলে হুঁশিয়ার করেন বিএনপির এ শীর্ষ নেতা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।