ইন্দোনেশিয়ার বন্যায় ১৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৩৮৮ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে শনিবারের (৪ মে) ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে ১১৫ জনকে সরিয়ে নেয়া হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, লুবু জেলায় বন্যায় ১৩০০টিরও বেশি পরিবার বন্যাক্রান্ত ও অন্তত ১৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি ১০ ফুটের মতো উচ্চতায় উঠেছিলো।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মুহারী জানিয়েছে, শনিবার (৪ মে) ভোরে বন্যার পানিতে ব্যাপক এলাকা ডুবে যাওয়ার পর থেকে পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণ সুলাওয়েসির লুবু জেলায় বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো রাবার বোট ও অন্যান্য যান নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
মার্চ মাসে সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়। এপ্রিলে দক্ষিণ সুলাওয়েসির তানা তোরাজা জেলায় প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের কয়েকটি ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছিলো।
বিশেষজ্ঞরা বলছেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক চরম আবহাওয়ার ধারাবাহিকতায় ইন্দোনেশিয়া এই বর্ষাকালে বন্যায় প্রকপতার সম্মুখীন হচ্ছে।
সাম্প্রতিক দিনগুলিতে, বেশ কয়েকটি ইন্দোনেশিয়ান শহরেও প্রচণ্ড গরমের খবর পাওয়া গেছে। তবে দেশটির আবহাওয়া ব্যুরো বিএমকেজি বলেছে যে, ইন্দোনেশিয়ার ক্রমবর্ধমান তাপমাত্রা বর্তমানে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের বেশিরভাগ অংশের উপরে দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের অংশ নয়।