করোনার টিকার পার্শ প্রতিক্রিয়া নিয়ে অনুসন্ধ্যান চলছে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ৩৯২ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অ্যাসট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ প্রতিক্রিয়া নিয়ে দেশে অনুসন্ধান করছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এখন পর্যন্ত কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে।
আজ (বুধবার) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন।
সামন্ত লাল সেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে সমালোচনা হচ্ছে। কিছু দেশে পার্শ্বপ্রতিক্রিয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। আমরাও যেহেতু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা গ্রহণ করেছি, আমাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কি না, তা খুঁজে দেখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরকে এই বিষয়টি নিয়ে কাজ শুরু করতে হবে।
দেশের ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জাম সংকট না হয় সে ব্যাপারে সতর্ক আছে স্বাস্থ্য বিভাগ। তবে, মশা নিয়ন্ত্রণ করতে না পারলে হাসপাতালে চিকিৎসা দিয়ে সংকট মোকাবিলা করা সম্ভব হবে না। এ ব্যপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার।