বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ড
- আপডেট সময় : ০৩:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ৩৯১ বার পড়া হয়েছে
চলতি বছরই রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই আসরটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ইতোমধ্যেই উক্ত টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি। দুই গ্রুপে ভাগ হয়ে ১০টি দল অংশ নেবে বিশ্বকাপে। এতদিন ৮টি দল চূড়ান্ত হলেও বাকি ছিলো দুইটি দল। অবশেষে সেটিও হয়েছে চূড়ান্ত। শেষ দুই দল হিসেবে নারী বিশ্বকাপ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
মঙ্গলবার (৭ মে) আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে চামারি আতাপাত্তুর সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে লঙ্কানরা। ১৩ চার ও ৪ ছক্কায় ৬৩ বলে ১০২ রান করেন আতাপাত্তু। রান তাড়ায় নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা।
বাছাইপর্বের রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে স্কটিশ নারীরা। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে থাকছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডের সঙ্গী শ্রীলঙ্কা।
অক্টোবরের ৩ তারিখ শুরু হবে এবারের আসর। খেলা হবে ঢাকা ও সিলেটে। ৩ অক্টোবর মিরপুরে বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ওই দিন বেলা ৩টায় মিরপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বি গ্রুপের সবগুলো খেলাই হবে মিরপুরে। অন্যদিকে এ গ্রুপের গুলো সিলেটে। দুই ভেন্যুতে হবে সেমিফাইনাল। আর ২০ অক্টোবর ফাইনাল গড়াবে মিরপুরে।