পাকিস্তানের ‘সম্ভাব্য’ বিশ্বকাপ দল প্রকাশ
- আপডেট সময় : ০১:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ৩৯২ বার পড়া হয়েছে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টটি। ইতোমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। ১ মে’র মধ্যে আইসিসিতে বিশ্বকাপ দল জমা দিতে হবে। যদিও ২৫ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই আইসিসিতে জমা দেয়া দলে পরিবর্তন আনা যাবে।
বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশই নিজেদের দল প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৪ মে) বিশ্বকাপের দল ঘোষণা করবে টাইগাররা। তখন কেবল পাকিস্তানই বাকি থাকবে।
বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান। আইরিশদের বিপক্ষে খেলার পর বাবর-রিজওয়ানরা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ধারণা করা হচ্ছে, আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেই দলের অধিকাংশ ক্রিকেটারই থাকবেন পাকিস্তানের বিশ্বকাপ দলে।
পিসিবি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা না করলেও পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ দল প্রকাশ করেছে এবিপি। মোহাম্মদ আমির, শাদাব খানকে নিয়ে এই দল প্রকাশ করে তারা। এর আগে, আইসিসির ওয়েবসাইটে পাকিস্তান কোচ আজহার মাহমুদ বিশ্বকাপের জন্য সম্ভাব্য সেরা একাদশ সাজান।
পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ দল : বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি এবং উসমান খান।