বিদেশি শক্তির ইন্ধন বন্ধ হলেই, আ. লীগ শেষ হয়ে যাবে: গয়েশ্বর
- আপডেট সময় : ১০:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ৩৮৫ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা আন্দোলন চালিয়ে নিতে আত্মগোপন করে, কিন্তু পালিয়ে যায় না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় এমন দাবি করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিদেশিদের ওপর নির্ভর করে ক্ষমতায় থাকা যাবে, কিন্তু জনগণের মন পাওয়া যাবে না। গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে যে আস্থা, তা আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে সরকার। শুধু জনগণ নয় আওয়ামী লীগের লোকেরাও ভোট বর্জন করেছে।
বর্তমান সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয় দাবি করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আওয়ামী লীগের পরবর্তী অধ্যায় কেমন হবে, তা তাদের ভাবা দরকার। এটা উপলব্ধি করতে পারলে, দলটির রাজনীতি অবশিষ্ট থাকবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা কি ছিল-এমন প্রশ্ন তুলেন গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর আরও বলেন, কে কি করবে কি করবে না, কতটুকু করবে, কতটুকু করতে পারে না সেটা নিয়ে বির্তক করার কোনো যুক্তি নাই। কিন্তু সবকিছুর শেষ আছে। সেই শেষটা পরবর্তী অধ্যায়টা কেমন হবে সেটা মনে যদি করতে পারতেন তাহলে ভালো হতো। এই বিষয়ে আল্লাহতা‘লার বলেছেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো এবং একদিন না একদিন মরতে হবে।
সরকারের উদ্দেশে গয়েশ্বর বলেন, “আপনাদেরকে বলব, মৃত্যু তো হবে সেটা অন্য কথা, কিন্তু আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। এটা স্মরণ করতে হবে, স্মরণ করলেই আপনারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারতেন না।”
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সম্মিলিত যুব ফোরামের উদ্যোগে প্রয়াত সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিম, শাহ নেছারুল হক, আকরামুল হাসান, মহানগর দক্ষিন বিএনপির রফিকুল আলম মজনু, আবদুস সাত্তার, যুব দলের গোলাম মাওলা শাহিন, সাঈদ হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের এ এ জহির উদ্দিন তুহিন, ছাত্র দলের নিয়াজ মাহমুদ নিলয় প্রমূখ বক্তব্য রাখেন।