শিরোপার আরও কাছে ম্যান সিটি
- আপডেট সময় : ১২:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ৩৮১ বার পড়া হয়েছে
প্রিমিয়ার লিগ জয়ের পথে এগিয়ে গেল ম্যান সিটি। টটেনহ্যামের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। আর্সেনালকে টপকে গেল পেপ গার্দিওয়ালার শীষ্যরা। জোড়া গোল করেছেন আর্লিং হল্যান্ড। এবারের আসরের শিরোপা জয়ী হওয়ার সুযোগ বাঁচিয়ে রেখেছে সিটিজেনরা।
খেলার শুরুতে দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫১ মিনিটে আর্লিং হাল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে আরেকটি গোল করে ম্যান সিটির ফলাফল দ্বিগুন করে দলের ২৩ বছর বয়সী নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার হাল্যান্ড।
এদিকে, খেলার পুরো সময়েই ম্যান সিটির জালে টটেনহ্যাম বল জড়াতে ব্যর্থ থাকলে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ের ফলে ৮৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। আর ম্যাচ হেরে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানের নিচে নেমে যাওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়েছে টটেনহ্যামের।
লিগ শিরোপা জিততে জয়ের বিকল্প ছিলনা সফরকারীদের। হোঁচট খেলেই চেয়ে থাকতে হতো আর্সেনালের দিকে। তাই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক সিটিজেনরা। বারবার এগিয়ে যাবার সুযোগও তৈরি করেছিল তবে পূর্ণতা পায়নি।
দ্বিতীয়ার্ধে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। লিড এনে দেন আর্লিং হালান্ড। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রথম গোল নরওয়েজিয়ান তারকার। কিন্তু এরপরই চিন্তার ভাঁজ পেপের কপালে। ইনজুরিতে গোলরক্ষক এদারসন ও মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে তুলে নিতে হয়েছে মাঠ থেকে।
তবে বদলি গোলরক্ষক স্টেফান ওর্টেগাই যেন ত্রাতা হয়ে এলেন ম্যান সিটির জন্য। স্পার্সদের ম্যাচে ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন সন হিউং মিন। ম্যাচের শেষদিকে উল্টো স্পটকিকে জয়ের ব্যবধান বড় করেন সফরকারী। জোড়া পূর্ণ করেন হল্যান্ড। ২৭ গোল নিয়ে মৌসুমে গোল্ডন বুট জয়ের দৌড়ে সবাইকে ছাড়িয়ে তিনি।
এই পরাজয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার শেষ সুযোগটুকু হারালো টটেনহ্যাম। টটেনহাম হটস্পারের হারে চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পেয়েছে অ্যাস্টন ভিলা। ১৯৮২-৮৩ মৌসুমের পর এই প্রথম ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ পেল ভিলা।