০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ মে) গুলিবিদ্ধ হওয়ার পর সন্ধ্যায় তিন ঘণ্টা ধরে তার শরীরে চালানো হয় অস্ত্রোপচার।

দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী টমাস তারাবা এর বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, রবার্ট ফিকোর অস্ত্রোপচার ‘ভালোভাবে’ সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তিনি জীবন-হুমকির পরিস্থিতিতে নেই। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বেঁচে যাবেন বলেই প্রত্যাশা ডেপুটি প্রধানমন্ত্রীর। রাজনৈতিক উদ্দেশ্যেই হত্যার চেষ্টা করা হয় রবার্ট ফিকোকে, এমন অভিযোগ তার।

বুধবার রাজধানী থেকে ১১২ মাইল দূরে হামলার শিকার হন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তাকে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। দ্রুত হেলিকপ্টারে তাকে হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় হামলাকারীকে। ফিকোর ওপর হামলাকে দেশের গণতন্ত্রের ওপর আঘাত বলে আখ্যা দিয়েছেন স্লোভাক প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা।

স্লোভাকিয়ার বিরল এই রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারাও। এমন হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করে এর নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন দূতাবাস স্লোভাকিয়া সরকারের পাশে আছে এবং সহায়তা করতে প্রস্তুত বলে জানান তিনি। এ ধরনের হামলা কিংবা সহিংসতার কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন। আর এক্সে এক পোস্টে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রবার্ট ফিকোর পরিবার। স্লোভাকিয়ার জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ হামলাকে ‘দানবীয় এক অপরাধ’ আখ্যা দিয়েছেন। এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও স্লোভাক প্রধানমন্ত্রীর ওপর বুধবারের হামলার কড়া নিন্দা করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ১২:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ মে) গুলিবিদ্ধ হওয়ার পর সন্ধ্যায় তিন ঘণ্টা ধরে তার শরীরে চালানো হয় অস্ত্রোপচার।

দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী টমাস তারাবা এর বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, রবার্ট ফিকোর অস্ত্রোপচার ‘ভালোভাবে’ সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তিনি জীবন-হুমকির পরিস্থিতিতে নেই। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বেঁচে যাবেন বলেই প্রত্যাশা ডেপুটি প্রধানমন্ত্রীর। রাজনৈতিক উদ্দেশ্যেই হত্যার চেষ্টা করা হয় রবার্ট ফিকোকে, এমন অভিযোগ তার।

বুধবার রাজধানী থেকে ১১২ মাইল দূরে হামলার শিকার হন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তাকে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। দ্রুত হেলিকপ্টারে তাকে হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় হামলাকারীকে। ফিকোর ওপর হামলাকে দেশের গণতন্ত্রের ওপর আঘাত বলে আখ্যা দিয়েছেন স্লোভাক প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা।

স্লোভাকিয়ার বিরল এই রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারাও। এমন হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করে এর নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন দূতাবাস স্লোভাকিয়া সরকারের পাশে আছে এবং সহায়তা করতে প্রস্তুত বলে জানান তিনি। এ ধরনের হামলা কিংবা সহিংসতার কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন। আর এক্সে এক পোস্টে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রবার্ট ফিকোর পরিবার। স্লোভাকিয়ার জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ হামলাকে ‘দানবীয় এক অপরাধ’ আখ্যা দিয়েছেন। এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও স্লোভাক প্রধানমন্ত্রীর ওপর বুধবারের হামলার কড়া নিন্দা করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।