ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফের দেশজুড়ে বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / ৩৯১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের তীব্র দাবদাহে নাজেহাল দেশের মানুষ। গত সোমবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ বুধবার ৪২ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ আকারে বয়ে গেছে। তবে বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেড়ে দেশের সব জেলায় বিস্তৃত হয়েছে। অসহনীয় এ পরিস্থিতি আগামীকাল শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানায় সংস্থটি। তবে এর মধ্যেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে রাজধানীর সড়কে অসুস্থ হয়ে আনসারের এক প্লাটুন কমান্ডারের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে তাপপ্রবাহের মধ্যেই ৬ বিভিগের দু’এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।

আরও বলা হয়, এদিন ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। আর ঢাকার তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি।

নিউজটি শেয়ার করুন

ফের দেশজুড়ে বইছে তাপপ্রবাহ

আপডেট সময় : ১২:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

ফের তীব্র দাবদাহে নাজেহাল দেশের মানুষ। গত সোমবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ বুধবার ৪২ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ আকারে বয়ে গেছে। তবে বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেড়ে দেশের সব জেলায় বিস্তৃত হয়েছে। অসহনীয় এ পরিস্থিতি আগামীকাল শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানায় সংস্থটি। তবে এর মধ্যেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে রাজধানীর সড়কে অসুস্থ হয়ে আনসারের এক প্লাটুন কমান্ডারের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে তাপপ্রবাহের মধ্যেই ৬ বিভিগের দু’এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।

আরও বলা হয়, এদিন ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। আর ঢাকার তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি।