সুইডেনে ইসরায়েলি দূতাবাসে আতঙ্ক, অদূরে গোলাগুলি
- আপডেট সময় : ০১:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ৩৮৮ বার পড়া হয়েছে
সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে গুলির শব্দ শোনার পর পুলিশ দূতাবাসের আশপাশের এলাকা বন্ধ করে দেয় এবং স্টকহোমের বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালায়।
পুলিশ বিভাগ তার ওয়েবসাইটে ঘোষণা করেছে, ‘স্টকহোমে ইসরায়েলের দূতাবাসের কাছে সন্দেহভাজন গোলাগুলির কারণে পুলিশ সারা দেশে ইসরায়েলি ও ইহুদিদের সম্পত্তি ও স্বার্থ রক্ষার জন্য নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে। ’
সুইডেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জিভ নেভো কুলম্যান এক্সে কর্তৃপক্ষকে ‘তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও তদন্তের জন্য এবং দূতাবাসের চারপাশে ও ইহুদি সম্প্রদায়ের চারপাশে নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্য’ ধন্যবাদ জানিয়েছেন।
সুইডিশ গোয়েন্দা সংস্থা একটি ‘সন্ত্রাসী অপরাধের’ জন্য তদন্ত শুরু করেছে।
গুলির শব্দ শোনার পর সুইডেন ইসরায়েলি স্বার্থ ও দেশটির ইহুদি সম্প্রদায়ের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে। দেশটির পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে।