ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বব্যাপী মার্কিন ও ইসরাইলি দূতাবাসগুলো ঘেরাও করুন: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / ৩৮৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা উপত্যকায় ইহুদিবাদীদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মার্কিন ও ইসরাইলি দূতাবাস ঘেরাও করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা খালেদ মিশাল। তিনি গতরাতে (শনিবার রাতে) তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে এ আহ্বান জানান।

হামাসের সাবেক পলিটব্যুরো প্রধান মিশাল বর্তমানে সংগঠনের প্রবাসী দপ্তরের প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সর্বাত্মক মার্কিন সহযোগিতা নিয়ে গাজায় ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল।

সম্মেলনে তিনি বলেন, গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণ যেমন আগ্রাসনের মুখে অটল ও অবিচল রয়েছে তেমনি প্রতিরোধ যোদ্ধারাও ক্লান্তিহীনভাবে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। কাজেই বিশ্বব্যাপী গাজার সমর্থকদের ক্লান্ত হলে চলবে না।

খালেদ মিশাল বলেন, “আমরা বিশ্বব্যাপী মার্কিন ও ইসরাইলি দূতাবাসগুলো ঘেরাও করে গাজা গণহত্যার প্রতিবাদ জানানোর জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাচ্ছি।” ফিলিস্তিনি যোদ্ধারা গাজা যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

হামাসের এই সিনিয়র নেতা বলেন, গাজায় প্রায় আটমাসের আগ্রাসনে কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে ইসরাইল নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। পক্ষান্তরে ফিলিস্তিনি যোদ্ধারা ভালো অবস্থানে রয়েছেন এবং তারা উপত্যকার বিভিন্ন স্থানে পুনর্গঠিত হয়ে তীব্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। খালেদ মিশাল দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, “আল্লাহ তায়ালার ইচ্ছায় আমরা ইসরাইলকে পরাজিত করার এবং ইহুদিবাদী প্রকল্পের ভরাডুবি ঘটানোর ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি।” পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

বিশ্বব্যাপী মার্কিন ও ইসরাইলি দূতাবাসগুলো ঘেরাও করুন: হামাস

আপডেট সময় : ১১:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

গাজা উপত্যকায় ইহুদিবাদীদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মার্কিন ও ইসরাইলি দূতাবাস ঘেরাও করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা খালেদ মিশাল। তিনি গতরাতে (শনিবার রাতে) তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে এ আহ্বান জানান।

হামাসের সাবেক পলিটব্যুরো প্রধান মিশাল বর্তমানে সংগঠনের প্রবাসী দপ্তরের প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সর্বাত্মক মার্কিন সহযোগিতা নিয়ে গাজায় ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল।

সম্মেলনে তিনি বলেন, গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণ যেমন আগ্রাসনের মুখে অটল ও অবিচল রয়েছে তেমনি প্রতিরোধ যোদ্ধারাও ক্লান্তিহীনভাবে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। কাজেই বিশ্বব্যাপী গাজার সমর্থকদের ক্লান্ত হলে চলবে না।

খালেদ মিশাল বলেন, “আমরা বিশ্বব্যাপী মার্কিন ও ইসরাইলি দূতাবাসগুলো ঘেরাও করে গাজা গণহত্যার প্রতিবাদ জানানোর জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাচ্ছি।” ফিলিস্তিনি যোদ্ধারা গাজা যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

হামাসের এই সিনিয়র নেতা বলেন, গাজায় প্রায় আটমাসের আগ্রাসনে কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে ইসরাইল নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। পক্ষান্তরে ফিলিস্তিনি যোদ্ধারা ভালো অবস্থানে রয়েছেন এবং তারা উপত্যকার বিভিন্ন স্থানে পুনর্গঠিত হয়ে তীব্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। খালেদ মিশাল দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, “আল্লাহ তায়ালার ইচ্ছায় আমরা ইসরাইলকে পরাজিত করার এবং ইহুদিবাদী প্রকল্পের ভরাডুবি ঘটানোর ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি।” পার্সটুডে