ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঘূর্ণিঝড় রিমাল: কলকাতায় একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / ৩৮৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝ়ড় রিমালের আঘাতে কলকাতায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন মোহাম্মাদ সজীব (৫১)। রোববার (২৬ মে) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে- সজীবের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ঝড়ে ছেলে বিপদে পড়তে পারে, এই ভয়েই তাকে আনতে যায় সজীব। তিনি রাস্তায় বের হওয়ার পরই ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। সে সময় ১০ নম্বর বিবির বাগানে একটি বাড়ির নিচে আশ্রয় নেন সজীব। তখনই বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তার ওপর। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা সাজিদকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কার্নিশ ভেঙে তার মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে শহরের কয়েকটি জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে। শিয়ালদহে একজনের জখম হওয়ারও খবর পাওয়া গেছে।

গতকাল সন্ধ্যার পর থেকে কলকাতাসহ রাজ্যের উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। রিমালের প্রভাবে সাগরদ্বীপসহ ক্যানিং, পাথর প্রতিমা, বকখালি, মৌসুন দ্বীপ, ফ্রেজারগঞ্জের বিভিন্ন সড়কে অনেক গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি, মাটির ঘরবাড়ি, বাঁধ ভেঙে পড়েছে।

আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে আজও ভারী বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ঘূর্ণিঝড় রিমাল: কলকাতায় একজনের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

ঘূর্ণিঝ়ড় রিমালের আঘাতে কলকাতায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন মোহাম্মাদ সজীব (৫১)। রোববার (২৬ মে) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে- সজীবের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ঝড়ে ছেলে বিপদে পড়তে পারে, এই ভয়েই তাকে আনতে যায় সজীব। তিনি রাস্তায় বের হওয়ার পরই ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। সে সময় ১০ নম্বর বিবির বাগানে একটি বাড়ির নিচে আশ্রয় নেন সজীব। তখনই বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তার ওপর। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা সাজিদকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কার্নিশ ভেঙে তার মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে শহরের কয়েকটি জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে। শিয়ালদহে একজনের জখম হওয়ারও খবর পাওয়া গেছে।

গতকাল সন্ধ্যার পর থেকে কলকাতাসহ রাজ্যের উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। রিমালের প্রভাবে সাগরদ্বীপসহ ক্যানিং, পাথর প্রতিমা, বকখালি, মৌসুন দ্বীপ, ফ্রেজারগঞ্জের বিভিন্ন সড়কে অনেক গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি, মাটির ঘরবাড়ি, বাঁধ ভেঙে পড়েছে।

আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে আজও ভারী বৃষ্টি হতে পারে।