ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / ৩৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ। আজ (২রা জুন) রোববার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪১-১৮ ব্যবধানে হারায় বাংলাদেশ।

সেমি-ফাইনালে জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ‘বি’ গ্রুপের রানার্সআপ থাইল্যান্ড। কিন্তু শুরুতে একের পর এক পয়েন্ট তুলে তাদের কোণঠাসা করে ফেলে বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় ২৩-০৮ পয়েন্টে। দ্বিতীয়ার্ধও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। প্রতিপক্ষকে মোট তিনবার অলআউট করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ জয় পায় ১৮-১০ পয়েন্টে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের রেইডার আরদুজ্জামান মুন্সি।

চতুর্থ শিরোপা জয়ের অভিযানে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দিনের দ্বিতীয় খেলা কেনিয়াকে ৫৯-৫৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। আগামীকাল (৩ই জুন) বিকালে দু’দলের ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ। আজ (২রা জুন) রোববার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪১-১৮ ব্যবধানে হারায় বাংলাদেশ।

সেমি-ফাইনালে জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ‘বি’ গ্রুপের রানার্সআপ থাইল্যান্ড। কিন্তু শুরুতে একের পর এক পয়েন্ট তুলে তাদের কোণঠাসা করে ফেলে বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় ২৩-০৮ পয়েন্টে। দ্বিতীয়ার্ধও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। প্রতিপক্ষকে মোট তিনবার অলআউট করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ জয় পায় ১৮-১০ পয়েন্টে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের রেইডার আরদুজ্জামান মুন্সি।

চতুর্থ শিরোপা জয়ের অভিযানে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দিনের দ্বিতীয় খেলা কেনিয়াকে ৫৯-৫৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। আগামীকাল (৩ই জুন) বিকালে দু’দলের ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের।