ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চাঁদে ‘ঘুম পাড়ানো’ হয়েছে প্রজ্ঞানকে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদের মাটিতে নির্ধারিত কাজ শেষ করার পর ভারতের পাঠানো রোভার প্রজ্ঞানকে স্লিপ মোডে রেখেছেন বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আজ রোববার এমনটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ইসরোর পক্ষ থেকে বলা হয়, নিরাপদে পার্ক করা হয়েছে রোভারটিকে। সেটি এখন স্লিপ মোডে আছে। বর্তমানে ব্যাটারিতে পুরোপুরি চার্জ রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর চাঁদে সূর্যোদয় হবে তখন রোভারের সোলার প্যানেল আলো পাবে বলে আশা করা হচ্ছে।

পোস্টে আরও বলা হয়, সফলভাবে জেগে ওঠার পর রোভারটিকে আবারও নির্ধারিত কাজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অথবা এটি চিরকাল ভারতের চন্দ্রদূত হিসাবে সেখানে থাকবে।

৪০ দিনের যাত্রার পর ভারতের ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডার ‘বিক্রম’ ভারতীয় সময় বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে। এর মধ্য দিয়ে চাঁদে অবতরণকারী বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত। এর আগে কেবল আমেরিকা, রাশিয়া ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে। ২০১৯ সালের ‘চন্দ্রযান-২’ মিশন সফল হতে না পারলেও এবার ‘চন্দ্রযান-৩’ নিয়ে বড় প্রত্যাশায় ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা।

নিউজটি শেয়ার করুন

চাঁদে ‘ঘুম পাড়ানো’ হয়েছে প্রজ্ঞানকে

আপডেট সময় : ০৬:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

চাঁদের মাটিতে নির্ধারিত কাজ শেষ করার পর ভারতের পাঠানো রোভার প্রজ্ঞানকে স্লিপ মোডে রেখেছেন বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আজ রোববার এমনটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ইসরোর পক্ষ থেকে বলা হয়, নিরাপদে পার্ক করা হয়েছে রোভারটিকে। সেটি এখন স্লিপ মোডে আছে। বর্তমানে ব্যাটারিতে পুরোপুরি চার্জ রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর চাঁদে সূর্যোদয় হবে তখন রোভারের সোলার প্যানেল আলো পাবে বলে আশা করা হচ্ছে।

পোস্টে আরও বলা হয়, সফলভাবে জেগে ওঠার পর রোভারটিকে আবারও নির্ধারিত কাজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অথবা এটি চিরকাল ভারতের চন্দ্রদূত হিসাবে সেখানে থাকবে।

৪০ দিনের যাত্রার পর ভারতের ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডার ‘বিক্রম’ ভারতীয় সময় বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে। এর মধ্য দিয়ে চাঁদে অবতরণকারী বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত। এর আগে কেবল আমেরিকা, রাশিয়া ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে। ২০১৯ সালের ‘চন্দ্রযান-২’ মিশন সফল হতে না পারলেও এবার ‘চন্দ্রযান-৩’ নিয়ে বড় প্রত্যাশায় ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা।