ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্রেকে হারিয়ে সুপার এইটে ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ৩৮১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের দেয়া টার্গেটে খেলতে নেমে বেশ বেগ পেতে হলো ভারতকে। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ২০০৭ আসরের চ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত হয়েছে রোহিত-কোহলিদের। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের হারের ফলে পাকিস্তানের সুপার এইটে খেলার স্বপ্নও টিকে রইলো। এখন শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়ে নিজেদের বাকি কাজটি করতে হবে।

বুধবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করেছে যুক্তরাষ্ট্র। জবাবে ভারত ১০ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। সেই সঙ্গে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত করে।

আমেরিকার দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসে দ্বিতীয় বলে কোনো রান না করে বিদায় নেন বিরাট কোহলি। এবারের আসরে তিন ম্যাচ থেকে মাত্র ৫ রান করতে সক্ষম হন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ১ রান ও পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪ রান করেন তিনি। দলীয় ১৫ রানে ব্যক্তিগত ৩ রান করা অধিনায়ক রোহিত শর্মা বিদায় নিলে বড় ধাক্কা খায় ভারত। তৃতীয় উইকেটে ঋষভ পন্থ ও সূর্যকুমার মিলে ২৯ রানের জুটি গড়েন। দলীয় ৪৪ রানে পন্থ আউট হয়ে ফেরেন। চতুর্থ উইকেটে সূর্যকুমার ও শিভম দুবে মিলে ৬৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

সূর্যকুমার ৪৯ বলে ২ ছক্কা ও সমান চারে ৫০ রানে এবং দুবে ৩৫ বলে ১ ছক্কা ও ১ চারে ৩১ রানে অপরাজিত থাকেন। ভারত তাদের শেষ ম্যাচে আগামী শনিবার (১৫ জুন) কানাডার বিপক্ষে মুখোমুখি হবে লডারহিলে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আর্শদীপের বোলিং তোপে পড়ে যুক্তরাষ্ট্র। আর্শদীপ সিংয়ের করা প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার শায়ান জাহাঙ্গীর। ওভারের শেষ বলে বিদায় নেন টপ অর্ডার ব্যাটার আন্দ্রেস গাউস। ৩ রানে ২ উইকেট হারানোর পর দেখেশুনে খেলতে থাকেন ফর্মে থাকা অ্যারন জোনস এবং স্টিভেন টেলর। তবে কোনো ঝুঁকি না নিয়েও বেশিক্ষণ টিকতে পারেননি জোনস। হার্দিক পান্ডিয়ার বলে টপ এজ হয়ে ফাইন লেগে সিরাজের হাতে ধরা পড়েন এই ব্যাটার।

পাঁচে নেমে খেলার গতি পরিবর্তন করেন নিতিশ কুমার। ভারতীয় বোলারদের তোপের সামনে বেশ স্বাচ্ছন্দে ব্যাটিং করেন তিনি। স্টিভেন টেলর শুরুতে অনেক স্ট্রাগল করলেও নিতিশের সঙ্গ পাওয়ার পর তিনিও হাত খুলে খেলতে শুরু করেন। ২৬ বলে ৩১ রানের এই জুটি ভাঙে অক্ষরের বলে টেলর আউট হওয়ায়। ২ ছক্কা হাঁকিয়েও ৩০ বলে ২৪ রান করতে সক্ষম হন টেলর। তার বিদায়ের পর রানের ধারা অব্যহত রাখেন নিতিশ। তবে বাউন্ডারিতে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ক্যাচে ভাঙে তার প্রতিরোধ। ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৭ রান করেছেন নিতিশ।

অভিজ্ঞ ব্যাটার কোরি অ্যান্ডারসন ভালো শুরু করলেও সেটা চালিয়ে যেতে পারেননি। ১২ বলে ১৫ রান করেন তিনি। হারমিত সিংয়ের ব্যাট থেকে আসে ১০ রান। শেষদিকে শ্যাডলি খেলেন ১০ বলে ১১ রানের ক্যামিও। আর তাতে ১১০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রেকে হারিয়ে সুপার এইটে ভারত

আপডেট সময় : ১২:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের দেয়া টার্গেটে খেলতে নেমে বেশ বেগ পেতে হলো ভারতকে। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ২০০৭ আসরের চ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত হয়েছে রোহিত-কোহলিদের। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের হারের ফলে পাকিস্তানের সুপার এইটে খেলার স্বপ্নও টিকে রইলো। এখন শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়ে নিজেদের বাকি কাজটি করতে হবে।

বুধবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করেছে যুক্তরাষ্ট্র। জবাবে ভারত ১০ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। সেই সঙ্গে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত করে।

আমেরিকার দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসে দ্বিতীয় বলে কোনো রান না করে বিদায় নেন বিরাট কোহলি। এবারের আসরে তিন ম্যাচ থেকে মাত্র ৫ রান করতে সক্ষম হন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ১ রান ও পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪ রান করেন তিনি। দলীয় ১৫ রানে ব্যক্তিগত ৩ রান করা অধিনায়ক রোহিত শর্মা বিদায় নিলে বড় ধাক্কা খায় ভারত। তৃতীয় উইকেটে ঋষভ পন্থ ও সূর্যকুমার মিলে ২৯ রানের জুটি গড়েন। দলীয় ৪৪ রানে পন্থ আউট হয়ে ফেরেন। চতুর্থ উইকেটে সূর্যকুমার ও শিভম দুবে মিলে ৬৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

সূর্যকুমার ৪৯ বলে ২ ছক্কা ও সমান চারে ৫০ রানে এবং দুবে ৩৫ বলে ১ ছক্কা ও ১ চারে ৩১ রানে অপরাজিত থাকেন। ভারত তাদের শেষ ম্যাচে আগামী শনিবার (১৫ জুন) কানাডার বিপক্ষে মুখোমুখি হবে লডারহিলে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আর্শদীপের বোলিং তোপে পড়ে যুক্তরাষ্ট্র। আর্শদীপ সিংয়ের করা প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার শায়ান জাহাঙ্গীর। ওভারের শেষ বলে বিদায় নেন টপ অর্ডার ব্যাটার আন্দ্রেস গাউস। ৩ রানে ২ উইকেট হারানোর পর দেখেশুনে খেলতে থাকেন ফর্মে থাকা অ্যারন জোনস এবং স্টিভেন টেলর। তবে কোনো ঝুঁকি না নিয়েও বেশিক্ষণ টিকতে পারেননি জোনস। হার্দিক পান্ডিয়ার বলে টপ এজ হয়ে ফাইন লেগে সিরাজের হাতে ধরা পড়েন এই ব্যাটার।

পাঁচে নেমে খেলার গতি পরিবর্তন করেন নিতিশ কুমার। ভারতীয় বোলারদের তোপের সামনে বেশ স্বাচ্ছন্দে ব্যাটিং করেন তিনি। স্টিভেন টেলর শুরুতে অনেক স্ট্রাগল করলেও নিতিশের সঙ্গ পাওয়ার পর তিনিও হাত খুলে খেলতে শুরু করেন। ২৬ বলে ৩১ রানের এই জুটি ভাঙে অক্ষরের বলে টেলর আউট হওয়ায়। ২ ছক্কা হাঁকিয়েও ৩০ বলে ২৪ রান করতে সক্ষম হন টেলর। তার বিদায়ের পর রানের ধারা অব্যহত রাখেন নিতিশ। তবে বাউন্ডারিতে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ক্যাচে ভাঙে তার প্রতিরোধ। ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৭ রান করেছেন নিতিশ।

অভিজ্ঞ ব্যাটার কোরি অ্যান্ডারসন ভালো শুরু করলেও সেটা চালিয়ে যেতে পারেননি। ১২ বলে ১৫ রান করেন তিনি। হারমিত সিংয়ের ব্যাট থেকে আসে ১০ রান। শেষদিকে শ্যাডলি খেলেন ১০ বলে ১১ রানের ক্যামিও। আর তাতে ১১০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।