ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের বড় ধরনের পতন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গ সমতা ইস্যুতে প্রকাশিত বার্ষিক সূচকে বড় ধরনের পতন হয়েছে বাংলাদেশের। ডব্লিউইএফ-এর ওয়েবসাইটে প্রকাশিত বার্ষিক এই সূচকে গত বছরের তুলনায় ৪০ ধাপ পিছিয়েছে দেশ। বিশ্বের ১৪৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। প্রাপ্ত স্কোর শূন্য দশমিক ৬৮৯।

বুধবার (১২ জুন) ডব্লিউইএফ ২০২৪ সালের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ প্রতিবেদন প্রকাশ করে। নারী-পুরুষের বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে এই সূচকে টানা ১৫ বছর ধরে শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড। দেশটির স্কোর শূন্য দশমিক ৯৩৫। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, নিকারাগুয়া, জার্মানি, নামিবিয়া, আয়ারল্যান্ড ও স্পেন। এদিকে, আফ্রিকার দেশ সুদান শূন্য দশমিক ৫৬৮ স্কোর নিয়ে তালিকায় সবার নিচে ১৪৬তম অবস্থানে রয়েছে।

সমতার সূচকে ৪০ ধাপ পেছালেও এখনও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই অঞ্চলে বাংলাদেশের পর নেপাল ১১৭তম, শ্রীলঙ্কা ১২২তম, ভুটান ১২৪তম, ভারত ১২৯তম, মালদ্বীপ ১৩২তম এবং পাকিস্তান ১৪৫তম অবস্থানে রয়েছে।

অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ, শিক্ষার সুযোগ, স্বাস্থ্য সেবাপ্রাপ্তির ওপর ভিত্তি করে প্রতিবছর এই সূচক প্রকাশ করে ডব্লিউইএফ। তবে এবারের সূচক অনুযায়ী দেখা গেছে, দেশে এসব ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য আরও তীব্রতর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের বড় ধরনের পতন

আপডেট সময় : ০৮:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গ সমতা ইস্যুতে প্রকাশিত বার্ষিক সূচকে বড় ধরনের পতন হয়েছে বাংলাদেশের। ডব্লিউইএফ-এর ওয়েবসাইটে প্রকাশিত বার্ষিক এই সূচকে গত বছরের তুলনায় ৪০ ধাপ পিছিয়েছে দেশ। বিশ্বের ১৪৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। প্রাপ্ত স্কোর শূন্য দশমিক ৬৮৯।

বুধবার (১২ জুন) ডব্লিউইএফ ২০২৪ সালের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ প্রতিবেদন প্রকাশ করে। নারী-পুরুষের বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে এই সূচকে টানা ১৫ বছর ধরে শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড। দেশটির স্কোর শূন্য দশমিক ৯৩৫। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, নিকারাগুয়া, জার্মানি, নামিবিয়া, আয়ারল্যান্ড ও স্পেন। এদিকে, আফ্রিকার দেশ সুদান শূন্য দশমিক ৫৬৮ স্কোর নিয়ে তালিকায় সবার নিচে ১৪৬তম অবস্থানে রয়েছে।

সমতার সূচকে ৪০ ধাপ পেছালেও এখনও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই অঞ্চলে বাংলাদেশের পর নেপাল ১১৭তম, শ্রীলঙ্কা ১২২তম, ভুটান ১২৪তম, ভারত ১২৯তম, মালদ্বীপ ১৩২তম এবং পাকিস্তান ১৪৫তম অবস্থানে রয়েছে।

অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ, শিক্ষার সুযোগ, স্বাস্থ্য সেবাপ্রাপ্তির ওপর ভিত্তি করে প্রতিবছর এই সূচক প্রকাশ করে ডব্লিউইএফ। তবে এবারের সূচক অনুযায়ী দেখা গেছে, দেশে এসব ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য আরও তীব্রতর হয়েছে।