ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যশোর সেনানিবাসে সেনাপ্রধানের বিদায়ী সংবর্ধনা

আইএসপিআর
  • আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস। আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে এই সংবর্ধণা অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল সামরিক রীতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে।

বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বক্তব্য দেন। এসময় তিনি তাঁর দায়িত্বপালনের সময় সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।

এর আগে যশোর সেনানিবাসের বিদায়ী দরবার অনুষ্ঠানে সেনাবাহিনীল যশোর এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক সিএসসি ছাড়াও সেনাসদরের উর্ধতন কর্মকর্তা, কোর অব সিগন্যালস এর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ৫৫ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

যশোর সেনানিবাসে সেনাপ্রধানের বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস। আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে এই সংবর্ধণা অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল সামরিক রীতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে।

বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বক্তব্য দেন। এসময় তিনি তাঁর দায়িত্বপালনের সময় সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।

এর আগে যশোর সেনানিবাসের বিদায়ী দরবার অনুষ্ঠানে সেনাবাহিনীল যশোর এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক সিএসসি ছাড়াও সেনাসদরের উর্ধতন কর্মকর্তা, কোর অব সিগন্যালস এর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ৫৫ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।