উগান্ডার বিপক্ষে নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়
- আপডেট সময় : ০১:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
প্রথমে আফগানিস্তান, পরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে আগেই বাদ পড়েছে নিউজিল্যান্ড। আর আগেই বিদায় ঘণ্টা বেজেছে উগান্ডার। এবার নিয়মরক্ষার ম্যাচ মাঠে নেমেছিল দল দুটি। সেই ম্যাচে প্রথমবারের মত বিশ্বমঞ্চে খেলতে আসা দলটিকে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে কিউইরা।
শনিবার (১৫ই জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে দাপুটে বোলিংয়ে আফ্রিকান দেশটিকে ১৮ দশমিক ৪ ওভারে মাত্র ৪০ রানেই থামায় ব্ল্যাক-ক্যাপসরা। জবাবে ৮৮ বল হাতে রেখে উগান্ডাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
প্রথম দুই ম্যাচে বাজেভাবে পরাজয়ের কারণে তৃতীয় ম্যাচে এসে উগান্ডাকে পেয়ে যেন নিজেদের মনের ঝাল ভালোভাবে মিটিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।
টস জিতে উগান্ডাকে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৪০ রানে অলআউট করে দেয় কিউই বোলাররা। এরপর নিজেরা সেই রান তুলে নিয়েছে মাত্র ৫.২ ওভারে (৩২ বলে)। ৮৮ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড।