অস্ট্রেলিয়ার কাছে হেরে স্কটল্যান্ডের বিদায়
- আপডেট সময় : ০১:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ৩৮৬ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের বি গ্র“পের খেলায় মার্কাস স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিংয়ে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে আশা জাগিয়েও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের।
রোববার সেন্ট লুসিয়ার গ্রস ইসলেটে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে স্কটল্যান্ড। জবাবে ব্যাটে নেমে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় অজিরা।
জিতলে ইতিহাস গড়ে সুপার এইট আর হারলে বাদ, এমন সমীকরণে আগে ব্যাটে নামে স্কটল্যান্ড। তবে এমন খেলায় শুরুটা অপ্রত্যাশিত হয় স্কটিশদের। ৩ রানের মাথাতেই ওপেনার মাইকেল জোন্সকে হারায় তারা।
তবে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন জর্জ মুন্সি ও ব্রেন্ডন ম্যাকমুলেন। দুজন ৪৮ বল খেলে তোলেন ৮৯ রান। নবম ওভারে ৩৫ রান করা মুন্সিকে ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাক্সওয়েল। দলীয় ১১ রানের মাথায় ৩৪ বলে ৬০ রানের ইনিংস খেলে ফেরেন ম্যাকমুলেন।
এরপর চারে আসা বেরিংটন অজি বোলারদের শাসন করে এগিয়ে নিতে থাকেন দলকে। মাঝে ম্যাথু ক্রস ১১ বলে ১৮ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে স্কটল্যান্ড করে ১৮০। বেরিংটন অপরাজিত থাকেন ৪২ রানে। ম্যাক্সওয়েল সর্বোচ্চ দুটি উইকেট নেন।
বড় সংগ্রহ তাড়া করতে নেমে ১ রান করেই ফেরেন ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনে নামা মিচেল মার্শ করেন ৮ রান। দাঁড়াতে পারেননি ম্যাক্সওয়েলও। ১১ রান করে সাজঘরের পথ ধরেন তিনিও। ৬০ রানে তিন উইকেট হারানো অজিদের এরপর টেনে তুলেন ট্রাভিস হেড আর মার্কাস স্টয়নিস।
দুজন স্কটল্যান্ডের বোলারদের উপর তাণ্ডব চালান। তাদের ৮০ রানের জুটিতেই মূলত বিদায় নিশ্চিত হয় স্কটল্যান্ডের। হেড ৪৯ বলে ৬৮ রান আর স্টয়নিস ২৯ বলে ৫৯ রান করেন। তারা বিদায় নিলে অস্ট্রেলিয়াকে পথ দেখান টিম ডেভিড। ১৪ বলে ২৮ রান করেন তিনি।
তবে শেষ ওভারে টিম ডেভিডের ক্যাচ মিস না হলে ঘটতে পারতো অঘটন। তবে শেষ পর্যন্ত চওরা হাসি নিয়েই মাঠ ছাড়ে অজিরা। স্কটল্যান্ডের সাইফান শরীফ সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।