০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় সাময়িক হামলা বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের দক্ষিণ গাজার কিছু এলাকায় প্রতিদিন হামলা সাময়িক বন্ধ (টেকটিক্যাল পজ) রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণসহায়তার প্রবাহ বাড়াতে রোববার (১৬ জুন) এই ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর রয়টার্স ও আলজাজিরার।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেরেম শালোম ক্রসিং থেকে সালাহ-আ-দিন সড়ক এবং খান ইউনিসগামী সড়ক এলাকায় হামলা বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটা কার্যকর থাকবে।

ইসরায়েল বলছে, যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও তাদের শাখা কোগট যে মানবিক সহায়তা প্রচেষ্টা করে আসছে তার সংযোজক হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। গতকাল শনিবার থেকে থেকে এই পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আট মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের হামলা এবং অবরোধের জেরে উত্তর গাজায় এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। মানুষের কাছে খাবারের মতো তেমন কিছুই নেই। যা-ও নামমাত্র আছে সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই বাধ্য হয়ে উত্তর গাজাবাসী এখন শুধু রুটি খেয়ে দিন পার করছেন। এ ছাড়া গত মে মাসে দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে গাজায় ত্রাণ প্রবেশ করে এমন দুটি গুরুত্বর্পর্ণ স্থল সীমান্ত বন্ধ করে দেয় তারা। এতে গাজায় ত্রাণ প্রবেশ প্রায় বন্ধ হয়ে যায়। ফলে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

গাজায় সাময়িক হামলা বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের

আপডেট : ০২:৪৪:০৭ অপরাহ্ন, রোববার, ১৬ জুন ২০২৪

ফিলিস্তিনের দক্ষিণ গাজার কিছু এলাকায় প্রতিদিন হামলা সাময়িক বন্ধ (টেকটিক্যাল পজ) রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণসহায়তার প্রবাহ বাড়াতে রোববার (১৬ জুন) এই ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর রয়টার্স ও আলজাজিরার।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেরেম শালোম ক্রসিং থেকে সালাহ-আ-দিন সড়ক এবং খান ইউনিসগামী সড়ক এলাকায় হামলা বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটা কার্যকর থাকবে।

ইসরায়েল বলছে, যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও তাদের শাখা কোগট যে মানবিক সহায়তা প্রচেষ্টা করে আসছে তার সংযোজক হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। গতকাল শনিবার থেকে থেকে এই পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আট মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের হামলা এবং অবরোধের জেরে উত্তর গাজায় এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। মানুষের কাছে খাবারের মতো তেমন কিছুই নেই। যা-ও নামমাত্র আছে সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই বাধ্য হয়ে উত্তর গাজাবাসী এখন শুধু রুটি খেয়ে দিন পার করছেন। এ ছাড়া গত মে মাসে দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে গাজায় ত্রাণ প্রবেশ করে এমন দুটি গুরুত্বর্পর্ণ স্থল সীমান্ত বন্ধ করে দেয় তারা। এতে গাজায় ত্রাণ প্রবেশ প্রায় বন্ধ হয়ে যায়। ফলে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।