এলডিপির চার দিনের কর্মসূচি ঘোষণা
- আপডেট সময় : ১০:৩৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
সরকার পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফা যুগপৎ আন্দোলনে অংশ হিসেবে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ।
চার দিনের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে আগামী ২২, ২৫, ২৭ সেপ্টেম্বর ও ২ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।
এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা প্রত্যাহার ও ফরমায়েশি সাজা বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।