ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • / ৩৯৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ১৪ ধাপ এগিয়েছে ঢাকা। ২০২৪ সালের এই তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এতে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম, যা ২০২৩ সালের তালিকায় ছিল ১৫৪। সোমবার (১৭ জুন) মার্সার কস্ট অব লিভিং সার্ভে এ তালিকা প্রকাশ করেছে। খবর সিএনএন

বিদেশীদের জন্য প্রতি বছর বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে থাকে মার্সার। চলতি বছরের তালিকায় দেখা গেছে, শীর্ষে রয়েছে হংকং। এ তালিকায় ১৪০ নম্বরে রয়েছে ঢাকা, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। গত বছর প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫৪ নম্বরে। সেই হিসেবে এ বছর ব্যয়ের দিক থেকে ১৪ ধাপ এগিয়েছে ঢাকার।

অন্যদিকে, তালিকার ১৩৬ নম্বরে জায়গা নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম হয়েছে মুম্বাই। এ বছরের তালিকায় ভারতের আরও বেশ কয়েকটি শহর স্থান পেয়েছে। যেমন—দিল্লির অবস্থান ১৬৫তম, চেন্নাই ১৮৯তম, বেঙ্গালুরু ১৯৫তম, হায়দরাবাদ ২০২তম, পুনে ২০৫তম, কলকাতা ২০৭তম।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শহরগুলোর মধ্যে শ্রীলংকার রাজধানী কলম্বো ১৯০তম ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪তম।

২০২২ ও ২০২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুরে। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে, গত বছর লন্ডন ছিল এই তালিকায় ১৭তম স্থানে। কিন্তু এবার যুক্তরাজ্যের এই শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নিয়ে এই তালিকা প্রস্তুত করেছে মার্কিন ফিন্যান্সিয়াল সার্ভে কোম্পানি মার্সার। বিবেচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদনের পেছনে ব্যয়।

বিশ্বের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর
১. হংকং
২. সিঙ্গাপুর
৩. জুরিখ, সুইজারল্যান্ড
৪. জেনেভা, সুইজারল্যান্ড
৫. বাসেল, সুইজারল্যান্ড
৬. বের্ন, সুইজারল্যান্ড
৭. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৮. লন্ডন, যুক্তরাজ্য
৯. নাসাউ, বাহামা
১০. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর ঢাকা

আপডেট সময় : ০২:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ১৪ ধাপ এগিয়েছে ঢাকা। ২০২৪ সালের এই তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এতে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম, যা ২০২৩ সালের তালিকায় ছিল ১৫৪। সোমবার (১৭ জুন) মার্সার কস্ট অব লিভিং সার্ভে এ তালিকা প্রকাশ করেছে। খবর সিএনএন

বিদেশীদের জন্য প্রতি বছর বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে থাকে মার্সার। চলতি বছরের তালিকায় দেখা গেছে, শীর্ষে রয়েছে হংকং। এ তালিকায় ১৪০ নম্বরে রয়েছে ঢাকা, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। গত বছর প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫৪ নম্বরে। সেই হিসেবে এ বছর ব্যয়ের দিক থেকে ১৪ ধাপ এগিয়েছে ঢাকার।

অন্যদিকে, তালিকার ১৩৬ নম্বরে জায়গা নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম হয়েছে মুম্বাই। এ বছরের তালিকায় ভারতের আরও বেশ কয়েকটি শহর স্থান পেয়েছে। যেমন—দিল্লির অবস্থান ১৬৫তম, চেন্নাই ১৮৯তম, বেঙ্গালুরু ১৯৫তম, হায়দরাবাদ ২০২তম, পুনে ২০৫তম, কলকাতা ২০৭তম।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শহরগুলোর মধ্যে শ্রীলংকার রাজধানী কলম্বো ১৯০তম ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪তম।

২০২২ ও ২০২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুরে। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে, গত বছর লন্ডন ছিল এই তালিকায় ১৭তম স্থানে। কিন্তু এবার যুক্তরাজ্যের এই শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নিয়ে এই তালিকা প্রস্তুত করেছে মার্কিন ফিন্যান্সিয়াল সার্ভে কোম্পানি মার্সার। বিবেচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদনের পেছনে ব্যয়।

বিশ্বের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর
১. হংকং
২. সিঙ্গাপুর
৩. জুরিখ, সুইজারল্যান্ড
৪. জেনেভা, সুইজারল্যান্ড
৫. বাসেল, সুইজারল্যান্ড
৬. বের্ন, সুইজারল্যান্ড
৭. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৮. লন্ডন, যুক্তরাজ্য
৯. নাসাউ, বাহামা
১০. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র