ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুতিনের উত্তর কোরিয়া সফর, পশ্চিমাদের কপালে ভাঁজ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / ৩৮৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চব্বিশ বছর পরে উত্তর কোরিয়া সফর করলেন পুতিন। গত বছরের সেপ্টেম্বর রাশিয়া সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পিয়ংইয়ং সফরের দাওয়াত দেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার (১৯ জুন) উত্তরের মাটিতে পা রাখলেন পুতিন।

স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা উন। এ সময় দুই দেশের নেতা তাদের মধ্যকার চিন্তা-ভাবনা বিনিময় করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একমত হন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, পুতিনের সঙ্গে সফরে দেশটির বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি প্রতিনিধিদল রয়েছে। তাদের মধ্যে রয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের জ্বালানিবিষয়ক প্রধান উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে।

পুতিনের উত্তর কোরিয়া সফরকে ভালোভাবে দেখছে না পশ্চিমারা। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শঙ্কা, পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন।

সর্বশেষ ২৪ বছর আগে ২০০০ সালের জুলাই মাসে উত্তর কোরিয়া সফর করেন পুতিন। সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

পুতিনের উত্তর কোরিয়া সফর, পশ্চিমাদের কপালে ভাঁজ

আপডেট সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

চব্বিশ বছর পরে উত্তর কোরিয়া সফর করলেন পুতিন। গত বছরের সেপ্টেম্বর রাশিয়া সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পিয়ংইয়ং সফরের দাওয়াত দেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার (১৯ জুন) উত্তরের মাটিতে পা রাখলেন পুতিন।

স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা উন। এ সময় দুই দেশের নেতা তাদের মধ্যকার চিন্তা-ভাবনা বিনিময় করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একমত হন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, পুতিনের সঙ্গে সফরে দেশটির বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি প্রতিনিধিদল রয়েছে। তাদের মধ্যে রয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের জ্বালানিবিষয়ক প্রধান উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে।

পুতিনের উত্তর কোরিয়া সফরকে ভালোভাবে দেখছে না পশ্চিমারা। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শঙ্কা, পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন।

সর্বশেষ ২৪ বছর আগে ২০০০ সালের জুলাই মাসে উত্তর কোরিয়া সফর করেন পুতিন। সূত্র: রয়টার্স।