এক মাস পর চালু অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া
- আপডেট সময় : ০৬:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৩১ বার পড়া হয়েছে
এক মাস বন্ধ থাকার পর অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন প্রক্রিয়া আবারও সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে অনলাইনে করা যাচ্ছে আবেদন।
এখন থেকে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে যে কেউ জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
গত ১ আগস্ট জন্ম ও মৃত্যুনিবন্ধনে অনলাইনে আবেদনের সুযোগ বন্ধ করে নোটিশ দেয় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। নোটিশে অনলাইনে আবেদনের সুযোগ বন্ধের কারণ হিসেবে নিবন্ধনের সার্ভার মেরামত ও রক্ষণাবেক্ষণকে দেখানো হয়। তখন নিবন্ধনের আবেদনকারীকে কাছের নিবন্ধক কার্যালয়ে যোগাযোগের করে আবেদনের অনুরোধ করা হয়।
অনলাইনে আবেদন বন্ধ থাকার সময় উত্তর সিটি করপোরেশন এলাকার আঞ্চলিক কার্যালয়গুলোতে গিয়ে লোকজন আবেদন করতে পারলেও তা এখন বন্ধ করা হয়েছে।
দেশে জন্মনিবন্ধনের কার্যক্রম শুরু হয় ২০০১ সালে। জরুরি বিদেশ যাত্রা, চিকিৎসা বা স্কুলে ভর্তির মতো ১৮টি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতে জন্মনিবন্ধনের প্রয়োজন হয়। রাজস্ব ভাগাভাগির জেরে প্রায় দুই মাস ধরে সার্ভারে সমস্যাসহ নানা জটিলতায় রাজধানীসহ সারা দেশে বন্ধ ছিল অনলাইনে জন্মনিবন্ধন কার্যক্রম।