যুদ্ধে হলে ইসরায়েলের কোনো অংশ বাদ যাবে না : হাসান নাসরুল্লাহ

- আপডেট সময় : ০১:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ৪১৭ বার পড়া হয়েছে

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ’র প্রধান হাসান নাসরুল্লাহ বুধবার (১৯ জুন) দেয়া এক ভাষণে বলেন, ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহ’র বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না। একই সঙ্গে তিনি সাইপ্রাসকেও হুমকি দেন। সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয়, তাহলে তাকেও পরিণত ভোগ করতে হবে বলে জানান। খবর আরব নিউজ।
টেলিভিশনে দেয়া ভাষণে নাসরুল্লাহ বলেন, ‘শত্রুদের (ইসরায়েল) জানা উচিত, তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না।’
তিনি বলেন, ‘ইসরায়েল ভয়ে আছে। কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তাহলে আমরা এ কাজে দ্বিধা করবো না।’
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।
লেবাননে হামলা চালাতে ইসলায়েল সাইপ্রাসের আকাশ ব্যবহার করতে পারে। এজন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহর প্রধান।