পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বিস্ফোরণ, ৫ সেনা নিহত
- আপডেট সময় : ০৩:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ৩৮৫ বার পড়া হয়েছে
পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৫ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২১ জুন) আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে বিস্ফোরণে হাবিলদার আকিল আহমেদ, ল্যান্স নায়েক মুহম্মদ তাফীর, সিপাহী আনোশ রুফুন, সিপাহী মুহাম্মদ আজম খান এবং সিপাহী হারুন উইলিয়াম প্রাণ হারিয়েছেন”।
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেনি।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং শহীদদের প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে তিনি শহীদদের দেশপ্রেম ও কর্তব্যবোধের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
সন্ত্রাসবাদের মূলোৎপাটনের প্রত্যয় ব্যক্ত করে প্রেসিডেন্ট জারদারি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত থাকবে।
২০২১ সালে তালেবান প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকেই পাকিস্তানে হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছর পাকিস্তানে ২৯টি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে মোট ৩২৯ জন নিহত হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এ তথ্য নিশ্চিত করেছে।