আসছে সালমান-রজনীকান্ত জুটি
- আপডেট সময় : ০১:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে
বলিউডের সবচেয়ে বড় জুটির কথা বললে শাহরুখ খান ও সালমানের নাম চোখের সামনে ভেসে ওঠে। তাঁরা একে অপরের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে থাকেন। এবার তাঁর চেয়ে বড় ধামাকা আসতে চলেছে। ব্যবসা সফল ‘জাওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমার তাঁর পরবর্তী সিনেমাতে নিয়ে আসতে চলেছেন দক্ষিণী তারকা রজনীকান্ত এবং ভাইজান সালমান খানকে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।
বছর দুয়েক ধরেই সালমান খানের সঙ্গে বেশ সুসম্পর্ক পরিচালক অ্যাটলির। এবার তাকে নিয়েই সিনেমা তৈরির পরিকল্পানা আটছেন তিনি। প্রাথমিক আলোচনায় এ ছবিতে অভিনয় করার সম্মতি জানিয়েছেন সালমান ও রজনীকান্ত উভয়ই। আগামী মাসে এ বিষয়টি চূড়ান্ত করা হবে।
এই সিনেমার বাজেট হবে জাওয়ানের চেয়েও বড়। বলিউডের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স এটি প্রযোজনা করবে। তবে ছবির নাম এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। সব কিছু চূড়ান্ত হওয়ার পর এ বছর শেষ নাগাদ সিনেমাটি শুটিং ফ্লোরে যেতে পারে।
বর্তমানে সালমান খানের হাতে এ আর মুরুগাদোস পরিচালিত সিকান্দার সিনেমাটি রয়েছে। এর বাইরে শাহরুখ খানের সঙ্গে তাঁর ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় অভিনয় করার কথাও শোনা যাচ্ছে।