ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা
- আপডেট সময় : ০২:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ৩৭৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা উপত্যকার স্কুল ও শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ত্রাণ নেয়ার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় মোট ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজা শহরে ৩টি পৃথক হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি বাহিনী গাজা শহরের দারাজ এলাকায় আবদেল-ফানাহ হামমুদ স্কুলে হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করেছে। বিচ ক্যাম্পের আসমা স্কুলে এবং গাজা শহরের শুজাইয়া পাড়ার একটি বাড়িতে ইসরাইলের হামলায় ৯ জন নিহত হয়।
মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ত্রাণ নেয়ার জন্য অপেক্ষা করছিলো ফিলিস্তিনিরা। এসময় তাদের লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরাইল। এতে নিহত হয় ১০ ফিলিস্তিনি।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজাবাসী। ৪ লাখ ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনআরডবি¬উএ এর প্রধান বলেছেন, গাজা ধ্বংস হয়ে গেছে। সেখানকার শিশুরা অপুষ্টি ও পানিশূন্যতায় মারা যাচ্ছে।