বেনজীর আহমেদের ৭টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক

- আপডেট সময় : ১০:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ৪২২ বার পড়া হয়েছে

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ৭টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ জুন) সকালে দুদকের প্রধান কার্যালয়ে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে পাসপোর্ট করিয়েছিলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অধিদপ্তরের ৮ কর্মকর্তা একথা স্বীকার করেছেন।
বেনজীরের বিরুদ্ধে অভিযোগ- বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর।
সাবেক এই আইজিপি পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি বলেও জানা গেছে।