ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ইউরো-২০২৪ নকআউট পর্বের আদ্যোপান্ত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ৩৮৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরো-২০২৪ চ্যাম্পিয়নশীপের জমজমাট লড়াই চলছে। জার্মানিতে ইউরোপের ২৪টি দল এ লড়াইয়ে অংশ নিয়েছিলো। সেখান থেকে ১২ দিন পর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ১৬টি দল।

এবার ছয়টি গ্র“পে ইউরো শুরু হয়। প্রতিটি গ্রুপে ৪টি করে দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করে। সেখান থেকে ১৬ দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। শুরুতেই দেখে নেই কোন কোন দল জায়গা করে নিলো নকআউট পর্বে-

১. জার্মানি (গ্রুপ এ বিজয়ী)
২. সুইজারল্যান্ড (গ্রুপ এ রানার্স আপ)

৩. স্পেন (গ্রুপ বি বিজয়ী)
৪. ইতালি (বি গ্রুপ রানার্স আপ)

৫. ইংল্যান্ড (গ্রুপ সি বিজয়ী)
৬. ডেনমার্ক (গ্রুপ সি রানার্স আপ)
৭. স্লোভেনিয়া (গ্রুপ সি-তে তৃতীয় স্থান)

৮. অস্ট্রিয়া (গ্রুপ ডি বিজয়ী)
৯. ফ্রান্স (গ্রুপ ডি রানার্স আপ)
১০. নেদারল্যান্ডস (ডি গ্রুপে তৃতীয় স্থান)

১১. রোমানিয়া (গ্রুপ ই বিজয়ী)
১২. বেলজিয়াম (গ্রুপ ই রানার্স আপ)
১৩. স্লোভাকিয়া (গ্রুপ ই তৃতীয় স্থান)

১৪. পর্তুগাল (গ্রুপ এফ বিজয়ী)
১৫. তুরস্ক (গ্রুপ এফ রানার্স আপ)
১৬. জর্জিয়া (গ্রুপ এফ-এ তৃতীয় স্থান)

গ্র“প পর্বে স্পেন তিনটি ম্যাচের মধ্যে সবকটি জেতে। দুইটি জয় নিয়ে জার্মানি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এদিকে, অস্ট্রিয়া এবং পর্তুগালও সমান দুটি করে ম্যাচ জিতেছে।

জর্জিয়ার ফরোয়ার্ড জর্জেস মিকাউতাদজে তিন গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোল শিকারী। অন্যদিকে, পাঁচজন খেলোয়ার দুটি করে গোল করে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাঁরা হলেন জার্মানির জামাল মুসিয়ালা এবং নিকলাস ফুলক্রুগ, নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো, রোমানিয়ার রাজভান মারিন এবং স্লোভাকিয়ার ইভান শ্রানজ। আগামীকাল জার্মানির বার্লিনে সুইজারল্যান্ড এবং ইটালীর ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

ইউরো-২০২৪ নকআউট পর্বের আদ্যোপান্ত

আপডেট সময় : ১২:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

ইউরো-২০২৪ চ্যাম্পিয়নশীপের জমজমাট লড়াই চলছে। জার্মানিতে ইউরোপের ২৪টি দল এ লড়াইয়ে অংশ নিয়েছিলো। সেখান থেকে ১২ দিন পর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ১৬টি দল।

এবার ছয়টি গ্র“পে ইউরো শুরু হয়। প্রতিটি গ্রুপে ৪টি করে দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করে। সেখান থেকে ১৬ দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। শুরুতেই দেখে নেই কোন কোন দল জায়গা করে নিলো নকআউট পর্বে-

১. জার্মানি (গ্রুপ এ বিজয়ী)
২. সুইজারল্যান্ড (গ্রুপ এ রানার্স আপ)

৩. স্পেন (গ্রুপ বি বিজয়ী)
৪. ইতালি (বি গ্রুপ রানার্স আপ)

৫. ইংল্যান্ড (গ্রুপ সি বিজয়ী)
৬. ডেনমার্ক (গ্রুপ সি রানার্স আপ)
৭. স্লোভেনিয়া (গ্রুপ সি-তে তৃতীয় স্থান)

৮. অস্ট্রিয়া (গ্রুপ ডি বিজয়ী)
৯. ফ্রান্স (গ্রুপ ডি রানার্স আপ)
১০. নেদারল্যান্ডস (ডি গ্রুপে তৃতীয় স্থান)

১১. রোমানিয়া (গ্রুপ ই বিজয়ী)
১২. বেলজিয়াম (গ্রুপ ই রানার্স আপ)
১৩. স্লোভাকিয়া (গ্রুপ ই তৃতীয় স্থান)

১৪. পর্তুগাল (গ্রুপ এফ বিজয়ী)
১৫. তুরস্ক (গ্রুপ এফ রানার্স আপ)
১৬. জর্জিয়া (গ্রুপ এফ-এ তৃতীয় স্থান)

গ্র“প পর্বে স্পেন তিনটি ম্যাচের মধ্যে সবকটি জেতে। দুইটি জয় নিয়ে জার্মানি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এদিকে, অস্ট্রিয়া এবং পর্তুগালও সমান দুটি করে ম্যাচ জিতেছে।

জর্জিয়ার ফরোয়ার্ড জর্জেস মিকাউতাদজে তিন গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোল শিকারী। অন্যদিকে, পাঁচজন খেলোয়ার দুটি করে গোল করে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাঁরা হলেন জার্মানির জামাল মুসিয়ালা এবং নিকলাস ফুলক্রুগ, নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো, রোমানিয়ার রাজভান মারিন এবং স্লোভাকিয়ার ইভান শ্রানজ। আগামীকাল জার্মানির বার্লিনে সুইজারল্যান্ড এবং ইটালীর ম্যাচ দিয়ে নকআউট পর্ব শুরু হবে।