ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

‘সফল’ বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ৩৮৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের শেষটা ভালো হয়নি বাংলাদেশ দলের। সুপার এইটের তিনটি ম্যাচেই হেরে বসেন নাজমুল হোসেন শান্তরা। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ শুক্রবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞতাটা ছিল মিশ্র। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শেষ দিকের নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে বসেন শান্তরা। অবশ্য গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে ওঠেন শান্ত-সাকিব-লিটনরা।

গ্রুপ পর্বেই তিন জয়, জয়ের হিসেবে এটি বাংলাদেশের সেরা বিশ্বকাপ। বাংলাদেশের কোচ হাথুরুসিংহ সে সময় বলেছিলেন, সুপার এইটে ওঠায় তিনি সন্তুষ্ট। এরপর যা হবে, সব বোনাস। কিন্তু সুপার এইটে মুদ্রার উল্টো পিঠ দেখেছেন শান্তরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের বিপক্ষেও একই পরিণতি। ভারতের কাছে হারের পরও সাকিব বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা খারাপ না।

সে সময় বাংলাদেশি অলরাউন্ডার বলেছিলেন, ‘যদি ফলাফলের কথা বলেন, অবশ্যই আমি বলব যে, ফলাফলের দিক থেকে আমরা মোটামুটি একটা অবস্থানে আছি। ছয়টা ম্যাচ খেলেছি, তিনটা জিতেছি, তিনটা হেরেছি। ৫০ শতাংশ যদি ধরেন… সেদিক থেকে খুব একটা খারাপ না।’

সুপার এইটে প্রথম দুই ম্যাচ হেরেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জেগেছিল বাংলাদেশ দলের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি হাথুরুসিংহের শিষ্যরা।

সুপার এইটের শেষ ম্যাচে ১২.১ ওভারে পেরিয়ে যেতে হতো আফগানদের ১১৫ রান। কিন্তু হাতের নাগালে থাকা সেমির টিকিট হাতছাড়া করেছেন শান্তরা। এমনকি ম্যাচটা হেরেও গেছেন ৮ রানে। হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।

ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে টপ অর্ডারদের অফফর্ম পুরো বিশ্বকাপ জুড়েই ভুগিয়েছে। এ বিশ্বকাপে বাংলাদেশের যতটুকু সাফল্য, সেটা এসেছে বোলারদের কাঁধে ভর করেই।

এর আগে গত মে মাসের ১৫ তারিখ দিবাগত রাতে বাংলাদেশ ছেড়েছিলেন শান্তরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে প্রায় দেড় মাসের সফর শেষে আজ দেশে ফিরলেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

‘সফল’ বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

বিশ্বকাপের শেষটা ভালো হয়নি বাংলাদেশ দলের। সুপার এইটের তিনটি ম্যাচেই হেরে বসেন নাজমুল হোসেন শান্তরা। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ শুক্রবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞতাটা ছিল মিশ্র। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শেষ দিকের নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে বসেন শান্তরা। অবশ্য গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে ওঠেন শান্ত-সাকিব-লিটনরা।

গ্রুপ পর্বেই তিন জয়, জয়ের হিসেবে এটি বাংলাদেশের সেরা বিশ্বকাপ। বাংলাদেশের কোচ হাথুরুসিংহ সে সময় বলেছিলেন, সুপার এইটে ওঠায় তিনি সন্তুষ্ট। এরপর যা হবে, সব বোনাস। কিন্তু সুপার এইটে মুদ্রার উল্টো পিঠ দেখেছেন শান্তরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের বিপক্ষেও একই পরিণতি। ভারতের কাছে হারের পরও সাকিব বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা খারাপ না।

সে সময় বাংলাদেশি অলরাউন্ডার বলেছিলেন, ‘যদি ফলাফলের কথা বলেন, অবশ্যই আমি বলব যে, ফলাফলের দিক থেকে আমরা মোটামুটি একটা অবস্থানে আছি। ছয়টা ম্যাচ খেলেছি, তিনটা জিতেছি, তিনটা হেরেছি। ৫০ শতাংশ যদি ধরেন… সেদিক থেকে খুব একটা খারাপ না।’

সুপার এইটে প্রথম দুই ম্যাচ হেরেও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জেগেছিল বাংলাদেশ দলের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি হাথুরুসিংহের শিষ্যরা।

সুপার এইটের শেষ ম্যাচে ১২.১ ওভারে পেরিয়ে যেতে হতো আফগানদের ১১৫ রান। কিন্তু হাতের নাগালে থাকা সেমির টিকিট হাতছাড়া করেছেন শান্তরা। এমনকি ম্যাচটা হেরেও গেছেন ৮ রানে। হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।

ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে টপ অর্ডারদের অফফর্ম পুরো বিশ্বকাপ জুড়েই ভুগিয়েছে। এ বিশ্বকাপে বাংলাদেশের যতটুকু সাফল্য, সেটা এসেছে বোলারদের কাঁধে ভর করেই।

এর আগে গত মে মাসের ১৫ তারিখ দিবাগত রাতে বাংলাদেশ ছেড়েছিলেন শান্তরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে প্রায় দেড় মাসের সফর শেষে আজ দেশে ফিরলেন তাঁরা।