জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা সমঝোতা স্মারক আর চুক্তি সাক্ষরের মধ্যে পার্থক্য না বুঝেই নানাভাবে মিথ্যা কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
আজ শনিবার (২৯ শে জুন) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লীগ আয়োজিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, সরকার জনগণের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থেই শুধু ভারত নয় নেপাল ও ভুটানের সাথেও কানেক্টিভিটি বাড়াতে চায়। কিন্তু বিএনপি এটি নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বিএনপি নেতাদের সরকারের নিন্দা না করে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা করারও আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যাপক মঈনুদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।