সরকারি টাকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ‘বন্ধ’
- আপডেট সময় : ১০:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ৩৭৫ বার পড়া হয়েছে
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি খরচ কমাতে নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এই পরিপত্রে বিদেশ-ভ্রমণ থেকে শুরু করে সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ করা অর্থের ব্যয় সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অর্থ বিভাগের জারি করা এ পরিপত্রে বলা হয়, সরকারের নিজস্ব অর্থে সব ধরনের বিদেশ-ভ্রমণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে জরুরি হলে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিদেশ ভ্রমণ করা যাবে।
পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সেও অংশ নেওয়া যাবে বলে জানানো হয়েছে পরিপত্রে।
এতে আরও বলা হয়েছে, সব ধরনের থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধ থাকবে। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।