জাতীয় দাবা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর
- আপডেট সময় : ১১:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ৩৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ দাবা ফেডারেশনে জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার খেতাবজয়ী দাবাড়ু জিয়াউর রহমান।
আজ (শুক্রবার, ৫ জুলাই) গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন। বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলা চলাকালীনই ৫টা ৫২ মিনিটে জিয়াউর লুটিয়ে পড়েন।
দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মলি জানান, জাতীয় দাবা চলাকালীন হার্ট অ্যাটাক করার পর গ্র্যান্ডমাস্টার জিয়াকে রাজধানীর বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর জিয়া গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন জিয়া। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ১ মে জন্ম নেওয়া জিয়াউর রহমান ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার। ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল মাস্টার ও ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব জয় করেন অর্জন করেন এই দেশসেরা দাবাড়ু।