শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সারা দেশে বৃষ্টি, ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিশাল নিয়োগ, যেভাবে আবেদন করবেন ঢাকা ত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিকদেরকে কল-কারখানার লাভের একটি অংশ দিতে হবে: নুর ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি ‘মালয়েশিয়ার সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই’ আটকে পড়া ১৮ হাজার শ্রমিকের বিষয় বিবেচনা করবে মালয়েশিয়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ৭ দিনের রিমান্ড সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি রাজনৈতিক কারণে ইসরাইলের সঙ্গে কঠোর হতে পারছে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অধিকার নেই ট্রাম্পের: কামালা হ্যারিস খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা দেশের ৩ জেলায় বন্যার আশঙ্কা ‘ইরান পুরো শক্তি দিয়ে ইসরাইলকে মোকাবেলা করবে’ শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের মহাসচিব বসুন্ধরার সোবহান পরিবারের হাজার কোটি টাকা যুক্তরাজ্যে পাচার! পুরানো বন্ধুকে অভ্যুত্থানের গল্প শোনালেন ড. ইউনূস ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্রে হাসিনা: এ্যানী
ব্রেকিং নিউজ :
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন ::: রোববার পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার আভাস আবহাওয়া অফিসের, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হওয়ার শঙ্কা ::: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাটের ১২ ইউনিয়নের প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী; তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত ::: কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ::: শেরপুরে রাতভর বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়েছে, লোকালয়ে প্রবেশ করেছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ::: নেত্রকোণায় সোমেশ্বরীর দুর্গাপুর পয়েন্ট ও কংসের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচে

গাজায় ইসরায়েলের হামলায় ২৭ ফিলিস্তিনি নিহত

আর্ন্তজাতিক ডেস্ক / ৩৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
গাজায় ইসরায়েলের হামলায় ২৭ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় গতকাল শুক্রবার (৫ জুলাই) সকাল থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিস ও রাফা শহরে বিমান হামলা চালাচ্ছে। একটি জরুরি ত্রাণবাহী বহরকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে ১০ জন ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে আল নাসের হাসপাতালে নিয়ে গেলে তারাও সেখানে মারা যায়। খবর আলজাজিরার।

চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানায়, খান ইউনিসের আল নাসের হাসপাতাল এখন ইসরায়েলের হামলার কেন্দ্র বিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে। যেকোনো মুহূর্তে এই হাসপাতালে ইসরায়েল বিমান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় অবস্থান করা বেসামরিক নাগরিকদের গণবাস্তুচ্যুতি অবিলম্বে বন্ধ করতে হবে। সেখানকার মানুষের বেঁচে থাকার আকুতি ও হতাশাজনক পরিস্থিতির অবশ্যই অবসান হওয়া উচিত।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলজাজিরা আরবিকে জানানো হয়, গতকাল শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় গাজায় ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন ফিলিস্তিনি সাংবাদিক রয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, গতকাল শুক্রবার কাতারে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধ বিরতির লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ আলোচনা চললেও গাজায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনার পরও দু’পক্ষের মাঝে ফাটল রয়ে গেছে। তিনি আশ্বাস দেন আগামী সপ্তাহে আবারও আলোচনা শুরু হবে।

অন্যদিকে, ফিলিস্তানের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হয় সংঘাত। এরপর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৮ হাজার ১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৭ হাজার ৪৪৫ জন আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ