ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পিজিআর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / ৩৮০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিজিআর সদস্যদের দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আজ শনিবার (৬ই জুলাই) পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দরবারে এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে পিজিআর একটি অন্যতম প্রতিষ্ঠান। তাই পিজিআর-এর সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয়। দায়িত্বের পরিধির বিস্তৃতি বিবেচনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাংগঠনিক কাঠামো ইতোমধ্যে বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এই রেজিমেন্টকে আরও সুসংহত ও আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে।

মো. সাহাবুদ্দিন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে সেনাবাহিনীরই একটি বিশেষায়িত অংশ উল্লেখ করে বলেন, দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে দিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিকায়ন, সম্প্রসারণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে তিনটি নতুন ডিভিশনসহ বিভিন্ন ফরমেশনের অধীনে ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অরগানাইজেশন এবং ছোট বড় ৫৮টি ইউনিট প্রতিষ্ঠা লাভ করেছে। সম্প্রতি মাওয়া-জাজিরাতে প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল সেনানিবাস, এছাড়াও মিঠামইন, রাজবাড়ী এবং ত্রিশালে নতুন সেনানিবাস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টেও অত্যাধুনিক অস্ত্র এবং বিবিধ সরঞ্জামের অর্ন্তভুক্তি ঘটেছে, যা এই রেজিমেন্টের অপারেশনাল এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

পিজিআর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট সময় : ০২:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

পিজিআর সদস্যদের দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আজ শনিবার (৬ই জুলাই) পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দরবারে এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে পিজিআর একটি অন্যতম প্রতিষ্ঠান। তাই পিজিআর-এর সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয়। দায়িত্বের পরিধির বিস্তৃতি বিবেচনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাংগঠনিক কাঠামো ইতোমধ্যে বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এই রেজিমেন্টকে আরও সুসংহত ও আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে।

মো. সাহাবুদ্দিন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে সেনাবাহিনীরই একটি বিশেষায়িত অংশ উল্লেখ করে বলেন, দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে দিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিকায়ন, সম্প্রসারণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে তিনটি নতুন ডিভিশনসহ বিভিন্ন ফরমেশনের অধীনে ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অরগানাইজেশন এবং ছোট বড় ৫৮টি ইউনিট প্রতিষ্ঠা লাভ করেছে। সম্প্রতি মাওয়া-জাজিরাতে প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল সেনানিবাস, এছাড়াও মিঠামইন, রাজবাড়ী এবং ত্রিশালে নতুন সেনানিবাস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টেও অত্যাধুনিক অস্ত্র এবং বিবিধ সরঞ্জামের অর্ন্তভুক্তি ঘটেছে, যা এই রেজিমেন্টের অপারেশনাল এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।