প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরে যা গুরুত্ব পাবে
- আপডেট সময় : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সোমবার চীন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে চীনের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য অগ্রাধিকার পাবে বলে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি ধরে রাখতে বাস্তবসম্মত ভারসাম্য কূটনীতির অংশ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন রাষ্ট্রীয় সফর নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিপুল আগ্রহ দেখা গেছে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরের দিকে নজর রাখছে তারা। সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান।
ডলার সংকট মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে বাংলাদেশ যে কয়েকটি দেশ থেকে ঋণ সহায়তা চেয়েছে তার মধ্যে চীনও রয়েছে। এ সফরে চীনের কাছ থেকে বাণিজ্য ও ঋণ সহায়তা, বিনিয়োগ, ব্লু ইকোনমিসহ বেশ কয়েকটি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ বলছেন প্রধানমন্ত্রীর চীন সফরে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ভূ-রাজনৈতিক বিষয়টিও প্রাধান্য পাবে।
আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাহাব এনাম খান চীনের কাছ থেকে পাওয়া অর্থ সহায়তা যথাযথ ব্যবহারের প্রতি জোর দিলেন।
সরকার প্রধানের চীন সফরের মধ্যে দিয়ে দেশটির সংগে রাজনৈতিক এবং অর্থনৈতিক বোঝাপড়া আরো সুদৃঢ় হবে বলেই মনে করেন তারা।