কাল ওয়াশিংটনে শুরু হচ্ছে ন্যাটো শীর্ষ সম্মেলন

- আপডেট সময় : ০৩:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে

আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৭৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন আগামীকাল মঙ্গলবার। ওয়াশিংটনে হতে যাওয়া তিন দিনের এ সম্মেলনে অংশ নেবেন ৩২ সদস্যদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। ন্যাটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে দেখানোই এবারের সম্মেলনের উদ্দেশ্য।
চীনের প্রভাব ঠেকাতে এশিয়ায় ন্যাটোর ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্বের বিষয়টি মাথায় রেখে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। তবে সম্মেলনে নজর থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর। তিনি জোটের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের অপেক্ষায় আছেন। যদিও এবারও ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে না।
সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সামষ্টিক প্রতিরক্ষাব্যবস্থার অংশ হিসেবে ১৯৪৯ সালে প্রতিষ্ঠা হয় ন্যাটো সামরিক জোটের। ২০২২ সালের ফেব্র“য়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর কিয়েভের পক্ষে দাঁড়ায় ন্যাটোর মিত্ররা। এর মাধ্যমে ন্যাটো মূলত জোটটির প্রতিষ্ঠাকালীন লক্ষ্যেই ফিরে গেছে।