কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ৩৮০ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজও রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন কোটা বিরোধী শিক্ষার্থীরা।
বিকেল সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ম বুয়েট ও ইডেন কলেজের শিক্ষার্থীরা শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার, হাতিরপুল মোড় অবরোধ করবে।
এছাড়া, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থীদের দাবি-সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা সরকারের পরিপত্র বহাল করতে হবে। দাবি আদায় না হওয়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।