ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউরোপ ও এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ভারত-অস্ট্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে আবারও কথা বললেন নরেন্দ্র মোদি। অস্ট্রিয়ায় সফরে ইউরোপ ও এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে দু’দেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

দুই দিনের রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর উদযাপনের দিন তার এই সফর।

গত ৪১ বছরের মধ্যে দেশটিতে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম অস্ট্রিয়া সফর। সবশেষ ১৯৮৩ সালে দেশটিতে সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

ভিয়েনায় মোদিকে স্বাগত জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা এই সফরের অন্যতম লক্ষ্য। চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে মোদি জানান, ইউক্রেনে যুদ্ধ বন্ধে সব ধরনের সহযোগিতা করবে ভারত। যুদ্ধের ময়দানে কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না।

নরেন্দ্র মোদি বলেন, ‘এটা যুদ্ধের সময় না। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। নিরপরাধ মানুষ হত্যা কোথাও গ্রহণযোগ্য নয়। যুদ্ধক্ষেত্রে সংঘাতের সমাধান পাওয়া যায় না।’

অস্ট্রিয়ার চ্যান্সেলর জানান, ইউরোপের পরিস্থিতি সম্পর্কে ভারতকে ধারণা দেয়া জরুরি। রাশিয়ার পর তার এই ইউরোপ সফর বেশ গুরুত্বপূর্ণ।

কার্ল নেহামার বলেন, ‘ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার উদ্দেশ্য সম্পর্কে ভারতের মূল্যায়ন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য জাতিসংঘের সনদ অনুযায়ী ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা।’

এদিকে, বৈঠক শেষে দুই নেতাই যুদ্ধ ও সন্ত্রাসবাদ বন্ধে পদক্ষেপ নেয়ার কথা বলেন। জানান, কোনো ধরনের সংঘাতকেই সমর্থন করে না তারা।

নিউজটি শেয়ার করুন

ইউরোপ ও এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ভারত-অস্ট্রিয়া

আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে আবারও কথা বললেন নরেন্দ্র মোদি। অস্ট্রিয়ায় সফরে ইউরোপ ও এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে দু’দেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

দুই দিনের রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর উদযাপনের দিন তার এই সফর।

গত ৪১ বছরের মধ্যে দেশটিতে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম অস্ট্রিয়া সফর। সবশেষ ১৯৮৩ সালে দেশটিতে সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

ভিয়েনায় মোদিকে স্বাগত জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা এই সফরের অন্যতম লক্ষ্য। চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে মোদি জানান, ইউক্রেনে যুদ্ধ বন্ধে সব ধরনের সহযোগিতা করবে ভারত। যুদ্ধের ময়দানে কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না।

নরেন্দ্র মোদি বলেন, ‘এটা যুদ্ধের সময় না। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। নিরপরাধ মানুষ হত্যা কোথাও গ্রহণযোগ্য নয়। যুদ্ধক্ষেত্রে সংঘাতের সমাধান পাওয়া যায় না।’

অস্ট্রিয়ার চ্যান্সেলর জানান, ইউরোপের পরিস্থিতি সম্পর্কে ভারতকে ধারণা দেয়া জরুরি। রাশিয়ার পর তার এই ইউরোপ সফর বেশ গুরুত্বপূর্ণ।

কার্ল নেহামার বলেন, ‘ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার উদ্দেশ্য সম্পর্কে ভারতের মূল্যায়ন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য জাতিসংঘের সনদ অনুযায়ী ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা।’

এদিকে, বৈঠক শেষে দুই নেতাই যুদ্ধ ও সন্ত্রাসবাদ বন্ধে পদক্ষেপ নেয়ার কথা বলেন। জানান, কোনো ধরনের সংঘাতকেই সমর্থন করে না তারা।