ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজার ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / ৩৮১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় প্রায় ৭১ হাজার ৩৩৮ জন মানুষ প্রাণঘাতী ভাইরাসবাহিত রোগ হেপাটাইটিসে আক্রান্ত বলে দাবি করেছে দেশটির সরকার। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার সরকারি সংবাদমাধ্যম জানায়, শহরটিতে গত ৭ অক্টোবর পর থেকে ইসরায়েলি হামলা শুরু পর লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ায় দ্রুত এ ভাইরাসের সংক্রমণ হয়েছে। প্রায় ১৭ লাখ মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা শহরটিতে প্রয়োজনীয় ওষুধের প্রবেশে বাধা দেওয়ার কারণে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ৩ লাখ ৫০ হাজার মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে আছে।

এদিকে, গাজায় একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স আল–জাজিরাকে জানায়, লক্ষ্যবস্তু এলাকাটিকে ইসরায়েলি বাহিনী তথাকথিত ‘নিরাপদ’ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছিল।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৮ হাজার ৩৪৫ জন নিহত এবং ৮৮ হাজার ২৯৫ জন আহত হয়েছে। অন্যদিকে, ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জন বলে ধারণা করা হয়। এখন শতাধিক ইসরায়েলি নাগরিক হামাসের হাতে জিম্মি আছে।

নিউজটি শেয়ার করুন

গাজার ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

ফিলিস্তিনের গাজায় প্রায় ৭১ হাজার ৩৩৮ জন মানুষ প্রাণঘাতী ভাইরাসবাহিত রোগ হেপাটাইটিসে আক্রান্ত বলে দাবি করেছে দেশটির সরকার। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার সরকারি সংবাদমাধ্যম জানায়, শহরটিতে গত ৭ অক্টোবর পর থেকে ইসরায়েলি হামলা শুরু পর লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ায় দ্রুত এ ভাইরাসের সংক্রমণ হয়েছে। প্রায় ১৭ লাখ মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা শহরটিতে প্রয়োজনীয় ওষুধের প্রবেশে বাধা দেওয়ার কারণে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ৩ লাখ ৫০ হাজার মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে আছে।

এদিকে, গাজায় একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স আল–জাজিরাকে জানায়, লক্ষ্যবস্তু এলাকাটিকে ইসরায়েলি বাহিনী তথাকথিত ‘নিরাপদ’ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছিল।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৮ হাজার ৩৪৫ জন নিহত এবং ৮৮ হাজার ২৯৫ জন আহত হয়েছে। অন্যদিকে, ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জন বলে ধারণা করা হয়। এখন শতাধিক ইসরায়েলি নাগরিক হামাসের হাতে জিম্মি আছে।