ট্রাম্পের ওপর হামলার ছবি দিয়ে টি-শার্ট বানিয়ে ব্যাবসা সফল চীন
- আপডেট সময় : ০১:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / ৩৯০ বার পড়া হয়েছে
মহামারি বা দুর্যোগ, সংঘাত বা আন্তর্জাতিক কোনো ইভেন্ট, যা নিয়ে ব্যবসা করার সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করে না চীন। গেল শনিবার (১৩ জুলাই) এমনই এক কাণ্ড করেছে দেশটি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হওয়ার দু’ঘণ্টার মধ্যেই ট্রাম্পের রক্তাক্ত ছবি দিয়ে টি-শার্ট ছাপিয়ে বিক্রি শুরু করেছে চীনের একটি সংস্থা।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দিচ্ছিলেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচমকা ট্রাম্পের কান ছিদ্র করে বেরিয়ে যায় গুলি। মানবঢাল বানিয়ে মঞ্চ থেকে ট্রাম্পকে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। তখন রক্ত ঝড়ছিল ট্রাম্পের। তবু শক্ত হয়ে হাত নেড়ে সমর্থকদের লড়াই চালিয়ে যেতে বলেন ট্রাম্প।
ট্রাম্পের এই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। সাবেক প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলা নিয়ে সমালোচনার ঝড় বইছে। ঠিক তখনই চীনে ঘটছে এক বিরল ঘটনা। প্রিন্টিং প্রেসে ছাপা হচ্ছে টি-শার্ট। যাতে আছে ট্রাম্পের সেই রক্তাক্ত ছবি। হামলার মাত্র দুই ঘণ্টার মধ্যে অনলাইন ছেয়ে যায় ট্রাম্পের ছবি সম্বলিত টি-শার্টে।
প্রেসের একজন কর্মকর্তা বলেন, ‘এই টি-শার্ট জনপ্রিয় হবেই। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ট্রাম্পের ভক্ত-সমর্থকদের সংখ্যা অনেক। তথাকথিত তারকাদের তুলনায় ট্রাম্পের ভক্ত-সমর্থকের সংখ্যা ১০০ গুণ বেশি।’
ট্রাম্পের ছবি দিয়ে টি-শার্ট বানানোর এই বুদ্ধি যাদের মাথায় এসেছে তার মধ্যে তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান, প্যাক্সিনিকো’র মালিক ঝং জিয়াচি অন্যতম। জানান, প্রথমে ভাবতে পারেননি এই টি-শার্ট এত সাড়া ফেলবে। অনলাইনে অন্তত ২ হাজার গ্রাহক ট্রাম্পের ছবি দিয়ে টি-শার্ট বানাতে অনুরোধ করেন।
ঝং জিয়াচি বলেন, ‘দেখতে চেয়েছিলাম কোন তারকার জনপ্রিয়তা কতখানি। হুট করে অনেকেই জনপ্রিয় হয়ে যান। তাদের ছবি বা লেখার ওপর নির্ভর করে অনেক পণ্য ডিজাইন করা হয়। কিন্তু সেগুলো পরে বিক্রি হয় না। কিন্তু ট্রাম্প আসলেই আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকেন।’
ট্রাম্পের ছবি বসানো একেকটি টিশার্ট কিনতে ৯ থেকে ৪০ ডলার পর্যন্ত গুণতে হতে পারে। এর আগে ট্রাম্পের মাগ-সট বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। নানা পণ্যে ব্যবহার করা হয় ট্রাম্পের ঐ বিশেষ ছবি।
শুধু চীন নয়। পলিটিকোর প্রতিবেদন বলছে, ট্রাম্পের এই ছবি নিয়ে কাজ শুরু হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। লড়ো, লড়ো, লড়াই চালিয়ে যাও- ট্রাম্পের এই জনপ্রিয় স্লোগানের ব্যবহার করে টি-শার্ট বানাচ্ছে হজ টুইনস নামের একদল কন্টেন্ট ক্রিয়েটর। টি-শার্ট বিক্রি করে তার লভ্যাংশ পুরোটাই ট্রাম্পের প্রচার দলকে তুলে দেয়ার ঘোষণা দিচ্ছে তারা। বন্দুকের গুলি ট্রাম্পকে আরও শক্তিশালী করেছে বা ট্রাম্পকে থামানো যাবে না, একের পর এক নতুন স্লোগানের টি-শার্টে ছেয়ে গেছে সামাজিক মাধ্যম।
বাংলায় একটি প্রবাদ আছে শাপে বর হওয়া। সাবেক প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে করা হামলার সাথে এই প্রবাদটি এখন খুব মিলে যাচ্ছে। জনপ্রিয়তা আর আলোচনার তুঙ্গে উঠে আসা ডোনাল্ড ট্রাম্পকে কীভাবে সামলাবেন জো বাইডেন? এখন সেদিকই নজর থাকবে সবার।