রাজনৈতিক সম্পর্ক জোরদারে স্পেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ৩৭৬ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদারে সরকার মনোযোগ দিচ্ছে। এরই অংশ হিসেবে দ্বিপক্ষীয় সফরে স্পেনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সরকারপ্রধান পেদ্রো সানচেজের আমন্ত্রণে আগামী ২১ জুলাই তিন দিনের মাদ্রিদ যাচ্ছেন তিনি। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরে দুই দেশের সম্পর্কের উত্তরণের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে।
জানা গেছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদ্রিদে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেন। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি ২১ জুলাই স্পেন যাচ্ছেন। প্রধানমন্ত্রী আগামী ২৩ থেকে ২৫ জুলাই জি-২০ এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন। ব্রাজিল সফরের আগে ঢাকা থেকে তিনি স্পেন যাবেন। রাজনৈতিক পরিমন্ডলে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্যসহ নানা খাতে সহযোগিতা বাড়ানো এই সফরের মূল অগ্রাধিকার।
আগামী ২২ জুলাই মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের চতুর্থ বৃহত্তম বাজার স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গত কারণেই ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জোর দেবেন।
বিশেষ করে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, জাহাজ নির্মাণ শিল্পসহ বিকাশমান নানা খাতে বিনিয়োগের প্রসঙ্গটি আলোচনায় আসবে। এর পাশাপাশি বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের বিষয়টি বাংলাদেশ তুলবে। দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজাকে ঘিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতির মত আন্তর্জাতিক পরিসরে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হবে।