নরসিংদী কারাগারে থেকে পালানো দুই জঙ্গি গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
- / ৩৮০ বার পড়া হয়েছে
নরসিংদী জেলা কারগারে দূর্বৃত্তদের হামলা-ভাংচুরের ঘটনায় পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গি ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভীন মেঘলাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার দুপুরে তাদের গ্রেফতার করার কথা জানায় সিটিটিসি। এদিকে, পালিয়ে যাওয়া ৮২৬ বন্দির মধ্যে এ পর্যন্ত গ্রেফতার ও আত্মসমর্পণ করেছে ২০১ জন। তাদের আদালতের মাধ্যমে ফের পাঠানো হবে কারাগারে।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গেল ১৯শে জুলাই নরসিংদী জেলা কারাগারের প্রধান দরজা ভেঙে ভেতরে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। সেদিনের হামলায় শুধু কারাগার পুড়েই ছাই হয়নি, সেলের তালা ভেঙ্গে ছিনিয়ে নেয়া হয় বন্দি থাকা ৯ জঙ্গি সদস্যসহ কারাগারে থাকা ৮২৬ বন্দীর সবাইকে। সেইসাথে লুট করা হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র এবং ৮ হাজার রাউন্ড গুলি।
এ ঘটনায় আসামিদের আত্মসমর্পণ করতে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আত্মসমর্পণের জন্য কারা ফটকে ফেরত আসেন অনেকে। ফেরত আসাদের দাবি তাদেরকে বের হয়ে যেতে বাধ্য করেছে আক্রমনকারীরা।
এদিকে, পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে দুই নারী ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভীন মেঘলাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। জেলা প্রশাসন বদিউল আলম জানিয়েছেন, কম মেয়াদের সাজাপ্রাপ্ত আসামীরা ফিরে আসছেন আদালত এবং সংশ্লিষ্ট থানায়। তাদেরকে জেলা প্রশাসন এবং জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে, মঙ্গলবার স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি জানান, দেশকে বিপর্যস্ত করার পাশাপাশি উন্নয়ন বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে।
কারাগারে হামলার ঘটনায় নরসিংদীর জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।