ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ
- আপডেট সময় : ১১:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
- / ৩৭৮ বার পড়া হয়েছে
ভুটানের বিপক্ষে ফিফার আনুষ্ঠানিক এই সফরটিই ছিল অনিশ্চিত। চলতি মাসে শুরুর দিকে হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় যাওয়া হয়নি। জটিলতা কাটিয়ে গত ২২ জুলাই ভুটানে পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা স্বীকৃত দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ বুধবার (২৪ জুলাই) ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে বাংলার নারীরা তুলে নেয় ৫-১ গোলের বড় জয়।
ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ওঠার সময়টুকুও পায়নি বাংলাদেশের মেয়েরা। তবে, মাঠের খেলায় তা বাধা হতে পারেনি। প্রথমার্ধে অবশ্য এগিয়ে ছিল স্বাগতিক ভুটানই। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে যদিও বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ভুটানের মেয়েদের বিপক্ষে গোল উৎসবে মাতেন সাবিনা-সানজিদারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল তুলে নেন বাংলার বাঘিনীরা। এরপর একে একে প্রতিপক্ষের জালে জড়ান আরও চার গোল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন সাগরিকা।
শেষ পর্যন্ত চাংলিমিথাং ফুটবল স্টেডিয়াম থেকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই।