ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ৩৭১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিনদিন সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ওই তিন দিন সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে বিকাল তিনটা পর্যন্ত।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডব শুরু হলে সরকার ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা।

দেশে কারফিউ জারি হওয়ায় গত ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিলো সরকার। এর পরে কারফিউ শিথিল হওয়ার সময বাড়ানো হয়। পরে সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলে নি। ২৪ ও ১৫ জুলাই সরকারি অফিস চলে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত।

ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতই থাকবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র। অর্থাৎ জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

আপডেট সময় : ১০:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিনদিন সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ওই তিন দিন সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে বিকাল তিনটা পর্যন্ত।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডব শুরু হলে সরকার ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা।

দেশে কারফিউ জারি হওয়ায় গত ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিলো সরকার। এর পরে কারফিউ শিথিল হওয়ার সময বাড়ানো হয়। পরে সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলে নি। ২৪ ও ১৫ জুলাই সরকারি অফিস চলে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত।

ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতই থাকবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র। অর্থাৎ জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।