ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিবিরের সাবেক সভাপতিসহ তিনজন ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • / ৩৭১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধানমন্ডির একটি ভবনের অফিসকক্ষ থেকে গ্রেপ্তার শিবিরের সাবেক সভাপতিসহ তিন জামায়াতকর্মীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি-আল ফারাবীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান এবং জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক আবুল বাশার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত শনিবার রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড সংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিস থেকে তাদের গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় তাদের কাছ থেকে ককটেল-গোলাবারুদও উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিটিটিসির পরিদর্শক এস এম গফফারুল আলম ১০৫ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

শিবিরের সাবেক সভাপতিসহ তিনজন ৭ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৭:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

রাজধানীর ধানমন্ডির একটি ভবনের অফিসকক্ষ থেকে গ্রেপ্তার শিবিরের সাবেক সভাপতিসহ তিন জামায়াতকর্মীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি-আল ফারাবীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান এবং জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক আবুল বাশার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত শনিবার রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড সংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিস থেকে তাদের গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় তাদের কাছ থেকে ককটেল-গোলাবারুদও উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিটিটিসির পরিদর্শক এস এম গফফারুল আলম ১০৫ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন।