ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরাইলে হামলা চালানোর হুমকি তুরস্কের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনিদের রক্ষা এবং গাজা যুদ্ধের অবসানে ইসরাইলে হামলা চালানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধে হস্তক্ষেপ করতে পারে তুরস্ক এবং এ বিষয়ে কঠোর হবে দেশটি।

স্থানীয় সময় রোববার একটি দলীয় বৈঠকে এমন হুমকি দেন এরদোয়ান। তিনি বলেন, তুরস্ককে অবশ্যই খুব কঠোর হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এসব কার্যক্রম করতে না পারে। আমরা যেভাবে নাগর্নো-কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের সঙ্গেও আমরা ঠিক এমনটাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল কঠোর হতে হবে।

এরদোয়ান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগর্নো-কারাবাখ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন। এই সংঘাতে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় এরদোয়ানের দেশ তুরস্ক। পরে বিচ্ছিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। এছাড়া, লিবিয়ার গৃহযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তুরস্কের।

এরদোয়ানের এই হুমকির জবাবে তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। সাদ্দামের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে এক এক্সবার্তায় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দাম হোসেনের পথে যাচ্ছেন এরদোয়ান। তিনি ইসরাইলে হামলার হুমকি দিয়েছেন। তার মনে রাখা উচিত সেখানে কী ঘটেছিল এবং কীভাবে এটি শেষ হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলে হামলা চালানোর হুমকি তুরস্কের প্রেসিডেন্টের

আপডেট সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

ফিলিস্তিনিদের রক্ষা এবং গাজা যুদ্ধের অবসানে ইসরাইলে হামলা চালানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধে হস্তক্ষেপ করতে পারে তুরস্ক এবং এ বিষয়ে কঠোর হবে দেশটি।

স্থানীয় সময় রোববার একটি দলীয় বৈঠকে এমন হুমকি দেন এরদোয়ান। তিনি বলেন, তুরস্ককে অবশ্যই খুব কঠোর হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এসব কার্যক্রম করতে না পারে। আমরা যেভাবে নাগর্নো-কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের সঙ্গেও আমরা ঠিক এমনটাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল কঠোর হতে হবে।

এরদোয়ান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগর্নো-কারাবাখ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন। এই সংঘাতে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় এরদোয়ানের দেশ তুরস্ক। পরে বিচ্ছিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। এছাড়া, লিবিয়ার গৃহযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তুরস্কের।

এরদোয়ানের এই হুমকির জবাবে তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। সাদ্দামের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে এক এক্সবার্তায় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দাম হোসেনের পথে যাচ্ছেন এরদোয়ান। তিনি ইসরাইলে হামলার হুমকি দিয়েছেন। তার মনে রাখা উচিত সেখানে কী ঘটেছিল এবং কীভাবে এটি শেষ হয়েছিলো।